এয়ারপোর্ট অথরিটি বিভাগে কর্মী নিয়োগ (AAI Job Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে নেওয়া হবে কর্মী। এখানে একই সঙ্গে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি এবং খোঁজ নিচ্ছেন এবং এয়ারপোর্ট বিভাগের মতো কোনো স্বনামধন্য ক্ষেত্রে চাকরি করতে চান তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এটি। বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
নিয়োগকারী সংস্থা: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (Airports Authority of India) তথা AAI এর তরফে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম: মূলত জুনিয়র এক্সিকিউটিভ (Junior Executive) পদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে একই সঙ্গে মোট 5 ধরনের ক্ষেত্র রয়েছে। যথা,
1. Junior Executive (Architecture)
2. Junior Executive (Engineering‐ Civil)
3. Junior Executive (Engineering‐ Electrical)
4. Junior Executive (Electronics)
5. Junior Executive (Information Technology)
শূন্যপদ সংখ্যা: উপরের বিভিন্ন পদ তথা ক্ষেত্রে সব মিলিয়ে 490 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: 01/05/2024 এর হিসাব অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা 27 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 40,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অনলাইন পদ্ধতিতে আবেদন জানাতে পারবেন এখানে।
1. সেক্ষেত্রে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
2. অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগামী 02/04/2024 তারিখ থেকে 01/05/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |