পশ্চিমবঙ্গে নানান জেলায় এবার কৃষি বিভাগে কর্মী নিয়োগ (Agriculture Recruitment 2023) করা হচ্ছে। সেক্ষেত্রে যেসকল চাকরি প্রার্থী রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। একই সঙ্গে নানান জেলায় জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। আসুন তবে জেনে নিই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে কৃষি বিভাগে তথা Office of the Agricultural Chemist, Soil Testing Laboratory -তে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 45 বছর কিংবা 60 বছর হতে এখানে আবেদন জানাতে গেলে।
বেতনক্রম: একটি জেলার ক্ষেত্রে বেতনক্রম দেওয়া হয়েছে। সেক্ষেত্রে 457/- টাকা দিন হিসাবে প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত আবেদন পদ্ধতি দেওয়া হয়েছে।
1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করে নিন।
2. নিজের গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য দিয়ে অনলাইন এই আবেদনপত্র ভালো করে পূরণ করে ফেলুন।
3. সেক্ষেত্রে এখানে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ইমেল আইডি, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। পাশাপাশি ফর্মের মধ্যে একটি সিগনেচার করে দিন নিজের।
5. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আপাতত দুটি জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। একটি জেলায় আগামী 10/11/2023 এবং অন্য জেলায় আগামী 23/11/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification/ Application Form | District 1 District 2 |
Official Website | District 1 District 2 |