এয়ার ইন্ডিয়ার তরফে জারি হলো কর্মী নিয়োগ (AIESL Recruitment 2024) এর বিজ্ঞপ্তি। অনেকেই চান এয়ারপোর্ট এর মতো মর্যাদাপূর্ণ ক্ষেত্রে চাকরি করতে। তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী পদে নিযুক্ত করা হবে এবং সঙ্গে প্রদান করা হবে উচ্চ অঙ্কের টাকা বেতন হিসাবে। বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো।
নিয়োগকারী সংস্থা: এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড (AIESL) এর তরফে নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: এই নিয়োগের মধ্য দিয়ে এয়ারক্রাফট টেকনিশিয়ান (Aircraft Technician) পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা কিংবা সার্টিফিকেট থাকার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ 35 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য। রিজার্ভ ক্যাটাগরি যেমন SC/ST প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর এবং OBC প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 38 বছর।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 27,940/- টাকা থেকে শুরু হচ্ছে।
নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারী প্রিলিমিনারী স্ক্রীনিং, টেকনিক্যাল অ্যাসেসমেন্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি: সরাসরি ইন্টারভিউয়ের জন্য অংশগ্রহণ করুন।
1. নিম্নে প্রদত্ত লিংক থেকে নিয়োগের অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।
2. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই ফরম্যাট ভালো করে পূরণ করুন।
3. পাসপোর্ট সাইজের রঙিন ফটো যুক্ত করে একটি সিগনেচার করুন নিজের।
4. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব পাঠিয়ে দিন নির্দিষ্ট ঠিকানায়।
ইন্টারভিউয়ের তারিখ: আগামী 25/04/2024, 29/04/2024 এবং 02/05/2024 তারিখে ইন্টারভিউ সংঘটিত হবে।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |