এয়ারপোর্টের তরফে জারি হয়েছে নতুন নিয়োগ (Airport Job Recruitment 2024) এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে এবং অসংখ্য শূন্যপদে এই নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থী যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। আপনি কি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অধিকারী এবং এয়ারপোর্টের মতো কোনো মর্যাদাপূর্ণ ক্ষেত্রে চাকরি করতে চান? তবে এই নিয়োগে অংশগ্রহণ করতে এখনই জেনে নিন এর বিস্তারিত বিবরণ, নিচে আলোচনা করা হয়েছে।
নিয়োগকারী সংস্থা: এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস এর তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,
- Dy. Terminal Manager
- Duty Officer
- Jr. Officer – Passenger
- Jr. Officer – Technical
- Customer Service Executive
- Ramp Service Executive
- Utility Agent Cum Ramp Driver
- Handyman
- Handywoman
শূন্যপদ সংখ্যা: উপরের বিভিন্ন পদে সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা হলো 247 টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে Utility Agent Cum Ramp Driver, Handyman ও Handywoman এইসব পদের জন্য আবেদন করতে পারবেন। উচ্চতর লেভেলের পদে আবেদনের জন্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 28 বছর। রিজার্ভ ক্যাটাগরি যেমন OBC প্রার্থীদের বয়সে 3 বছরের এবং SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: Utility Agent Cum Ramp Driver পদের ক্ষেত্রে মাসিক বেতন 24,960/- টাকা, Handyman ও Handywoman পদের ক্ষেত্রে মাসিক বেতন 22,530/- টাকা এবং অন্যান্য উচ্চ লেভেলের পদের ক্ষেত্রে মাসিক বেতন আরো বেশি থাকছে।
আবেদন পদ্ধতি: আগের থেকে আবেদন করার দরকার নেই। ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে (WALK-IN) এ অংশগ্রহণ করুন।
1. নিচে দেওয়া লিংক থেকে আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।
2. নিজ নিজ যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করে ফেলুন।
3. ফর্মের মধ্যে রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে নিজের সিগনেচার করুন।
4. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একই সঙ্গে নিয়ে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।
WALK-IN এর তারিখ: আগামী 15, 17 ও 19 এপ্রিল, 2024 তারিখে WALK-IN সংঘটিত হচ্ছে।
Important Links
Official Notification/ Application Format | Click Here |
Official Website | Click Here |