সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার এয়ারপোর্টের তরফে অসংখ্য শূন্যপদে জারি করেছে কর্মী নিয়োগের (Airport Recruitment 2023) বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনি যদি ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকেন এবং এয়ারপোর্টে বিভাগের চাকরিতে আগ্রহী হন তবে এটি হতে পারে আপনার জন্য একটি বিশেষ সুবর্ণ সুযোগ। বিস্তারিত বিবরন নিচে তুলে ধরা হয়েছে।
নিয়োগকারী সংস্থা: এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে যেকোনো প্রান্ত থেকে আপনারা নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন।
পদের নাম: একই সঙ্গে প্রধান দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা, হ্যান্ডিম্যান এবং ইউটিলিটি এজেন্ট।
মোট শূন্যপদ: সব মিলিয়ে 998 টি শূন্যপদ রয়েছে। হ্যান্ডিম্যান পদে শূন্যপদ সংখ্যা 971 জন। এবং ইউটিলিটি এজেন্ট পদে শূন্যপদ সংখ্যা 27 জন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 28 বছর। অর্থাৎ এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য। SC/ST প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 33 বছর এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 31 বছর।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 21,330/- টাকা।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে দেওয়া বিস্তারিত আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
1. সবার প্রথমে নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে বের করে নিন।
2. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্রটি ভালো করে পূরণ করে ফেলুন।
3. এক্ষেত্রে পদের নাম, নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, ঠিকানা, জাতীয়তা, প্যান নম্বর, আধার নম্বর, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিতে হবে।
4. সঙ্গে অবশ্যই মনে করে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রদান করুন।
5. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন ফর্মে। সঙ্গে ফর্মের মধ্যে নিজের সিগনেচার করে দিন।
6. সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 18 সেপ্টেম্বর, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন, সেখানেই নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে।
Important Links
Official Notification/ Application Form | Click Here |
Official Website | Click Here |