পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের তরফে কর্মী নিয়োগ (Backward Classes Welfare Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে যেসকল চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এটি। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হয়েছে।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর তথা BACKWARD CLASSES WELFARE & TRIBAL DEVELOPMENT এর তরফে নিয়োগ করা হচ্ছে।
মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 12,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 64 বছর রাখা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদনের জন্য প্রার্থীদের পদ সম্পর্কিত বিষয়ে বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি ও আবেদন পদ্ধতি: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। তাই প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন জানাতে হবে।
1. সবার প্রথমে প্রার্থীদের নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে।
2. এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল ইত্যাদি তথ্য দেবেন।
3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে ফর্মের মধ্যে একটি সিগনেচার করুন নিজের।
4. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা একেবারে ইন্টারভিউ এর দিন ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে গিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 07/03/2024 তারিখে সকাল 11 টার সময় ইন্টারভিউ সংঘটিত হচ্ছে।
Important Links
Official Notification/ Application Form | Click Here |
Official Website | Click Here |