Bandhan Bank Recruitment | মাধ্যমিক পাসে মোটা অঙ্কের বেতনে বন্ধন ব্যাঙ্কে চাকরির দুর্দান্ত সুযোগ, আবেদন করতে পারেন আপনিও

বর্তমানে দিনের পর দিন গোটা দেশ তথা রাজ্যে বেড়ে চলেছে বেকার সমস্যা। বেকার সমস্যায় ভুগছেন অনেক যুবক-যুবতী। এমন অবস্থায় একটি চাকরি জোগাড় করাই বিশাল বড়ো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের নানান ক্ষেত্রে যদিও কম বেশি নিয়োগ চলছে কিন্তু করোনা তথা লকডাউনের জেরে অনেকটাই খারাপ প্রভাব পড়েছে নিয়োগ ও চাকরি ক্ষেত্রে। এমন অবস্থায় অন্যান্য ব্যাঙ্কের পাশাপাশি বন্ধন ব্যাঙ্কেও এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো রাজ্যে। উচ্চমাধ্যমিক- মাধ্যমিক পাসে নারী-পুরুষ নির্বিশেষে সবাই করতে পারবেন আবেদন। নিচে বিস্তারিত দেওয়া হলো-

Bandhan Bank Recruitment 

চাকরির নাম: Bandhan Bank Job / Bandhan Bank Recruitment 2022


নিয়োগকারী সংস্থাঃ বন্ধন ব্যাংক / BANDHAN BANK


নিয়োগ স্থানঃ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে করা হবে নিয়োগ। 


পদের নামঃ প্রধান 3 প্রকার পদে Bandhan Bank -এ করা হবে কর্মী নিয়োগ-
  1. BRANCH BANKING
  2. BANK STAFF
  3. CASHIER
শূন্যপদ / Bandhan Bank Job Vacancy:  Bandhan Bank -এ উক্ত পদ গুলিতে নিয়োগ করার ক্ষেত্রে এখনও সেভাবে শূন্যপদের সংখ্যা ঘোষনা করা হয়নি। তবে অসংখ্য শূন্যপদে করা হবে নিয়োগ।


শিক্ষাগত যোগ্যতাঃ Bandhan Bank -এর এই চাকরিতে আবেদন করতে আবেদনকারীকে অন্তত মাধ্যমিক পাস করতে হবে। 




বয়সঃ Bandhan Bank -এর এই চাকরিতে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে।


বেতন / Bandhan Bank Salary: বেতন থাকবে মাসে 13600-31700 টাকা।


আবেদন ফিঃ Bandhan Bank -এর চাকরিতে আবেদন করতে দিতে হবে না কোনো রকম আবেদন ফি। 


আবেদন প্রক্রিয়া / Bandhan Bank Apply: Bandhan Bank Job Apply এর জন্য আপনাকে প্রথমে Bandhan Bank Official Website এ গিয়ে সেখানে অনলাইনের মাধ্যমে আনদোন জানাতে হবে। 




Bandhan Bank Notification: Click Here


Bandhan Bank Official website: bandhanbank.com






Leave a comment