আপনি কি পড়াশোনা করে চাকরির খোঁজ করছেন এবং বেকার সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত নিয়োগের খবর। দেশ তথা গোটা রাজ্যের অন্যান্য ব্যাঙ্কের মতো বন্ধন ব্যাঙ্কে (Bandhan Bank Recruitment) চলছে নিয়োগ। বর্তমানে চাকরির বাজারে যেভাবে মন্দা চলছে এই অবস্থায় দাঁড়িয়ে যেকোনো চাকরিই গুরুত্বপূর্ন চাকরি প্রার্থীদের জন্য। এই Bandhan Bank -এর চাকরিতে আবেদন করতে লাগবে না কোনো পূর্ব অভিজ্ঞতা। অর্থাৎ Fresher রাও আবেদন করতে পারবেন অনায়াসে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক যোগ্যতায় করতে পারবেন আবেদন। শুধুমাত্র পশ্চিমবঙ্গে অর্থাৎ নিজ রাজ্যে করা হবে নিয়োগ। এবং এই নিয়োগের সুবিধা এটাই যে আপনার নিয়োগের স্থান হবে আপনার পিন কোড অনুযায়ী। এবং নারী কিংবা পুরুষ যে কেউ করতে পারবেন আবেদন।
নিয়োগকারী সংস্থাঃ বন্ধন ব্যাংক / Bandhan Bank / Bandhan Bank Job
পদের নামঃ Bandhan Bank -এর এই নিয়োগে প্রধান 4 টি পদে কর্মী নেওয়া হবে-
- Relationship Officers
- M.I.S. Executive
- Office Assistant
- Cash Department
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- বয়সের প্রমাণপত্র
- ঠিকানার প্রমাণপত্র
- প্রার্থীর নিজের একটি C.V.
- এবং প্রার্থীকে অবশই ফরমাল পোশাকে Interview ক্ষেত্রে আসতে হবে