সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। এবার ব্যাংক অফ বরোদা এর পক্ষ থেকে জারি হলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আপনি যদি ব্যাংক এর চাকরি করতে ইচ্ছুক হন, এটি আপনার জন্য একটি দুর্দান্ত নিয়োগের খবর। নারী কিংবা পুরুষ যেকেউ অনায়াসে অনলাইনের মাধ্যমে এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। মূলত স্পেশালিস্ট অফিসার (Specialist Officer) পদে কর্মী নিয়োগ করা হবে Bank of Baroda এর তরফ থেকে। নিচে বিস্তারে আলোচনা করে হচ্ছে।
পদের নাম:
বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা নিয়োগ করা হবে Bank of Baroda এর তরফ থেকে। যেমন –
1. Manager (MMG/ S-II)
2. Credit Officer (SMG/ S-IV) (MMG/S-III)
3. Credit – Export/ Import Business (SMG/ S-IV), (MMG/ S-III)
4. Forex – Acquisition & Relationship Manager (MMG/ S-III), (MMG/ S-II)
শিক্ষাগত যোগ্যতা:
Bank of Baroda এর এই চাকরিতে আবেদন করতে আপনাকে যেকোনো এক স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করতে হবে। সঙ্গে ব্যাংক সম্পর্কীয় কাজে বিশেষ দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা:
Bank of Baroda এর চাকরিতে আবেদন করতে আপনার ন্যুনতম বয়স হতে হবে 24 বছর এবং সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া:
Bank of Baroda এর চাকরিতে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে।
1. সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদনের লিংকে ক্লিক করুন।
2. একটি পেজ খুলে যাবে যেটিকে ভালো করে পূরণ করতে হবে।
3. তারপর বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে আপনার।
4. সবার শেষে আবেদন ফি জমা করে ফর্ম সাবমিট করে প্রিন্ট আউট করে নিন আবেদনপত্রটি।
নিয়োগ প্রক্রিয়া:
Bank of Baroda এর চাকরিতে কর্মী নিয়োগ করা হবে কয়েকটি ধাপের মধ্য দিয়ে। প্রথমে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ তথা ডকুমেন্ট ভেরিফিকেশন এর মধ্য দিয়ে প্রার্থী বাছাই করে নিয়োগপত্র প্রদান করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
যেসব ডকুমেন্ট দিতে হবে আবেদনের সময় –
1. মাধ্যমিকের অ্যাডমিট
2. বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র
3. বিশেষ করে স্নাতক পাস এর সার্টিফিকেট
4. রঙিন পাসপোর্ট ফটো
5. প্রার্থীর সিগনেচার
আবেদন ফি:
Gen/ OBC/ EWS দের 600 টাকা এবং SC/ST/PWD/ Women দের 100 টাকা দিতে হবে ফি বাবদ।
আরও পড়ুন: রাজ্যজুড়ে প্রায় সোয়া 1 লক্ষ গ্রামীণ সম্পদ কর্মী (VRP) নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করলেই চাকরি
শূন্যপদ:
Bank of Baroda এর পক্ষ থেকে মোট 105 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে এসব পদে।
আবেদনের সময়সীমা:
অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 24/03/2022 তারিখের মধ্যে।
বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টি দেখুন –
Official Notification: Click Here
Official Website: Click Here
Apply Online: Click Here