BISAG এর তরফে জারি হয়েছে নিয়োগ (BISAG Recruitment 2024) এর বিজ্ঞপ্তি। ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশান অ্যান্ড জিও-ইনফরম্যাটিক্স (Bhaskaracharya National Institute for Space Applications and Geo-informatics) তথা BISAG-N হলো ভারত সরকারের Ministry of Electronics and Information Technology (MeitY) অধীনে একটি সংস্থা যেখানে এক্সিকিউটিভ পদে হবে নিয়োগ। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।
পদের নাম: BISAG এর এই নিয়োগের মধ্য দিয়ে মূলত আইটি এক্সিকিউটিভ (IT Executive) পদে নেওয়া হবে কর্মী।
মোট শূন্যপদ: আপাতত সব মিলিয়ে 54 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 30,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: ইমেলের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. একটি সিভি (CV) বানিয়ে ফেলুন নিজের যাবতীয় তথ্য দিয়ে।
2. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিন।
3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একটি সিগনেচার করুন।
4. যাবতীয় সাপোর্টিং ডকুমেন্ট এর সঙ্গে যুক্ত করে এগুলি সব পাঠাতে হবে নির্দিষ্ট ইমেল এড্রেসে।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সাইন্স কিংবা আইটিতে কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক পাশ।
প্রার্থীর বয়সসীমা: বয়সসীমা উল্লেখ নেই। প্রাপ্ত বয়স্ক হওয়ার পাশাপাশি উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার অধিকারী হলেই আবেদন যোগ্য।
আবেদনের সময়সীমা: আগামী 12/01/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিশিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে সেখানেই ইমেল এড্রেস দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |