ব্যাংক অফ বরোদা -তে এক দুর্দান্ত নিয়োগের (BOB Recruitment 2024) বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনি কি দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি এবং ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন? আপনি কি ব্যাংকের চাকরিতে আগ্রহী? তবে এখানে অনায়াসেই আবেদন জানাতে পারবেন। মাসিক সুউচ্চ বেতন এর এই চাকরি হাতছাড়া না করতে এখনই জানুন এর বিস্তারিত বিবরণ, নিচে আলোচনা করা হয়েছে।
নিয়োগকারী সংস্থা: দেশের অন্যতম স্বনামধন্য ব্যাংক অর্থাৎ ব্যাংক অফ বরোদা (Bank of Baroda) তথা BOB এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: ব্যাংক অফ বরোদা এর এই নিয়োগের মধ্য দিয়ে ম্যানেজার (সিকিউরিটি অফিসার) পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: 25-35 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন জানাতে পারেন। রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: কর্মী পিছু মাসিক গড় বেতন 48,170/- টাকা থেকে শুরু হচ্ছে এখানে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
2. অনলাইন আবেদনের লিংকে ক্লিক করলে নতুন পেজ খুলে যাবে। সেখানে পদের নাম সিলেক্ট করে, নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিন এবং অনলাইন রেজিস্ট্রেশন করুন।
3. শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে।
4. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগামী 10/02/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click Here |