ব্যাংক অফ বরোদা এর তরফে জারি হলো কর্মী নিয়োগ (BOB Recruitment 2024) এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ নিচ্ছেন এবং বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এটি। এখানে যেকেউ খুব সহজেই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। আরো বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচিত।
নিয়োগকারী সংস্থা: দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক তথা বরোদা ব্যাংক (Bank of Baroda) এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: বরোদা ব্যাংকের এই নিয়োগের (BOB Recruitment 2024) এর মধ্য দিয়ে বিজনেস করসপন্ডেন্ট কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ সঙ্গে কম্পিউটার কাজের জ্ঞান থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 21 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। এখানে সর্বোচ্চ 45 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: কর্মী পিছু মাসিক বেতন 15,000/- টাকা থেকে শুরু হচ্ছে এখানে।
নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই ও বাছাই করে ডকুমেন্ট ভেরিফিকেশন এর পর কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদন পদ্ধতি: আপনারা মূলত অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. সেক্ষেত্রে নিচে দেওয়া লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।
2. নিজের যাবতীয় তথ্য যেমন, নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, অভিভাবকের নাম ইত্যাদি দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন এবং একটি সিগনেচার করুন ফর্মের মধ্যে।
4. সবশেষে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে এই আবেদনপত্র।
আবেদনের সময়সীমা: আগামী 28/12/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Application Format | Click Here |
Official Website | Click Here |