BSNL তথা ভারত সঞ্চার নিগম লিমিটেড দেশের অন্যতম স্বনামধন্য টেলিকমিউনিকেশন সংস্থা। এর মাধ্যমে এবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। দিনের পর পর দিন দুর্বার গতিতে বেড়ে চলেছে বেকার সমস্যা, অন্যদিকে চাকরির বাজারে মন্দা আকাশ ছুঁয়েছে। তার সঙ্গে সমান তালে তাল মিলিয়ে প্রতিযোগিতা যেন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে সরকারি বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের পাশাপাশি প্রাইভেট কিংবা আধা সরকারি নানান ক্ষেত্রেও সমানভাবে নিয়োগ হচ্ছে অনবরত। আপনি যদি এখানে আবেদন জানাতে চান তবে আর দেরি না করে আসুন জেনে নিই এর বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা: BSNL হলো দেশের অন্যতম বৃহৎ টেলিকমিউনিকেশন সংস্থা যেটির পুরো নাম Bharat Sanchar Nigam Limited। এর মাধ্যমেই নিয়োগ সম্পন্ন হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি কিংবা সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক কিংবা ডিপ্লোমা করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 25 বছর রাখা হয়েছে। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন জানাতে পারবেন।
কীভাবে আবেদন করবেন: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
1. সবার প্রথমে নিজের প্রাথমিক কিছু তথ্য দিয়ে অনলাইন এর মাধ্যমে এনরোলমেন্ট করে নিন।
2. নিজের যাবতীয় কিছু তথ্য যেমন বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি অবশ্যই রাখবেন।
3. এনরোলমেন্ট নম্বর দিয়ে পুনরায় লগইন করতে হবে এবং নিজের Resume আপলোড করতে হবে।
4. আরো কিছু তথ্য যেমন নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
5. সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
2. নিজের বৈধ আধার কার্ড
3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো
নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না এখানে। সেক্ষেত্রে প্রার্থীদের মেরিট তথা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তাদের নিযুক্ত করা হবে।
পদের নাম: প্রার্থীদের এখানে প্রাথমিকভাবে অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত করা হবে। সেক্ষেত্রে গ্র্যাজুয়েট (টেকনিক্যাল/ নন-টেকনিক্যাল) / ডিপ্লোমা হোল্ডারদের অ্যাপ্রেন্টিস হিসাবে নিযুক্ত করা হচ্ছে।
মাসিক বেতন: প্রার্থীদের মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। সেক্ষেত্রে গ্র্যাজুয়েট (টেকনিক্যাল/ নন-টেকনিক্যাল) অ্যাপ্রেন্টিস দের মাসে 9,000/- টাকা এবং ডিপ্লোমা হোল্ডার অ্যাপ্রেন্টিস দের মাসে 8,000/- টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদনের সময়সীমা: আগামী 10 এপ্রিল, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে আরো বিস্তারিত জেনে নিন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE