পশ্চিমবঙ্গে নতুন করে ক্লার্ক ও গ্রুপ ডি লেভেলের পদে কর্মী নিয়োগ (Clerk Group-D Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিশেষত রাজ্যের জেলা লেভেলে জেলা আদালত তথা ডিস্ট্রিক্ট জজ অফিসে হবে এই নিয়োগ। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন আপনারা। বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচিত।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে জেলা আদালত তথা ডিস্ট্রিক্ট জজ অফিসের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: এখানে বিভিন্ন ধরনের ক্লার্ক ও গ্রুপ ডি লেভেলের পদে হবে নিয়োগ। যেমন,
1. Upper Division Clerk
2. Lower Division Clerk
3. Seal Bailiff
4. Process Server
5. Group D (Peon/Nigh-Guard/Farash)
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করে থাকলে গ্রুপ ডি লেভেলের পদের জন্য আবেদন জানাতে পারবেন।
লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এবং আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য স্নাতক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়স হলেই আবেদন জানাতে পারেন। সর্বোচ্চ বয়সসীমা 40 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন: পদ অনুযায়ী বেতনক্রম ভিন্ন। সেক্ষেত্রে সর্বোচ্চ লেভেলের পদের ক্ষেত্রে মাসিক বেতন 28,900/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: আবেদনকারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
অনলাইন আবেদনের লিংকে গিয়ে নিজ নিজ যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।
সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবং সিগনেচার ইত্যাদি চাইলে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগামী 24/06/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |