D.El.Ed ও B.Ed যোগ্যতায় রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ | WB Teacher Recruitment 2022

রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ সুখবর। রাজ্যে এক বিদ্যালয়ে শিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে। B.Ed কিংবা D.El.Ed যোগ্যতায় যেকোনো প্রার্থী রাজ্যের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে এবং আপনার যদি ভালো শিক্ষাগত যোগ্যতা থাকার পাশাপাশি বিভিন্ন শিশুদের ভালো করে পড়ানোর দক্ষতা থাকে তবে আপনি অনায়াসেই করতে পারেন এই চাকরির জন্য আবেদন। আবেদনের আগে নিচে দেওয়া বিস্তারিত তথ্য দেখে নিয়ে পারেন –

Examination

নিয়োগকারী সংস্থা: WBBSE এর তত্ত্বাবধানে রাজ্যের এক বিখ্যাত স্কুল Terai International School এ নিয়োগ করা হবে।
পদের নাম: সহকারী শিক্ষক- শিক্ষিকা (Assistant Teacher) পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ ও বিষয়: বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে। সর্বমোট 5 টি বিষয়ের ওপর শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে।
যেসব বিষয়ের ওপর নিয়োগ হবে –
  1. Bengali
  2. English
  3. Mathematics
  4. Life Science
  5. Physical Science
শিক্ষাগত যোগ্যতা: Terai International School  এর এই Assistant Teacher পদে আবেদনের জন্য নিচের দেওয়া দুটি যোগ্যতার মধ্যে যেকোনো একটি যোগ্যতা থাকেলই চলবে।
  • B.Ed ডিগ্রি থাকতে হবে
  • D.El.Ed কোর্স করে থাকতে হবে
আবেদনকারীর বয়স: 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হলেই আবেদনের যোগ্য।
বেতন: 1 বছরের প্যাকেজ হিসাবে 1 লাখ টাকা দেওয়া হবে প্রার্থীকে। এবং স্কুলে থাকতে চাইলে থাকা এবং খাওয়াত সুব্যবস্থা।
আবেদন প্রক্রিয়া: অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনকারীকে নিজের CV/Bio-Data একটি নির্দিষ্ট ই-মেল ঠিকানায় পাঠাতে হবে।
E-Mail Address: terai.tis@gmail.com
Official Website: tischool.in
কোনো রকম আরও কিছু জানার থাকলে নিচে দেওয়া মোবাইল নম্বর গুলিতে কল করতে পারেন:
9735061656/7586909494

Leave a comment