Data Entry Operator | রাজ্যে DEO বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, সময় সীমিত, শীঘ্রই করুন আবেদন


পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও কল্যাণ সমিতির আওতায় এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপতি জারি হলো। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হোন এবং কম্পিউটার চালাতে মোটামোটি দক্ষ হয়ে থাকেন তবে আবেদন করতে পারবেন। নিয়োগের খুঁটিনাটি নীচে বিস্তারিত দেওয়া হলো- 


নিয়োগকারী সংস্থাঃ প্রধানত পশ্চিমবঙ্গ রাজ্যের অধীনে জেলা স্বাস্থ্য ও কল্যাণ সমিতির পক্ষ থেকে করা হবে নিয়োগ। 

পদের নামঃ মূলত ২টি প্রধান পদে হবে নিয়োগ। একটি Co-Ordinator এবং  আরেকটি DEO তথা Data Entry Operator পদে। 

শূন্যপদের বিবরণ ও নিয়োগস্থানঃ মূলত বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে যেভাবে নিয়োগ করা হবে তার বিবরণ নিম্নরূপ- 

পদ অনুযায়ী যাবতীয় বিবরণ 

CO-ORDINATOR
  • Howrah District Hospital
  • Uluberia Sub-Divisional Hospital
  • TLJ State General Hospital
  • ESI Hospital, Balitikuri 

প্রত্যেকটি জায়গা থেকে জেনারেল পদে একটি করে মোট ৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। 


শিক্ষাগত যোগ্যতাঃ Health Care Management / Hospital / Administration প্রার্থীকে Post Graduate হতে হবে। সঙ্গে কম্পিউটার এর যাবতীয় জ্ঞান থাকা বাধ্যতামূলক। 

বয়সঃ বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে।

মাসিক বেতনঃ ৪৫,০০০ টাকা 


DATA ENTRY OPERATOR

এক্ষেত্রেও নিয়োগ স্থান সমান এবং প্রতিটি জায়গা থেকে জেনারেল পদ একটি করে মোট ৪টি পদে হবে নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে স্নাতক পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার এর যাবতীয় জ্ঞান থাকা বাধ্যতামূলক। 

বয়সঃ এখানেও বয়স একই থাকবে।

মাসিক বেতনঃ এক্ষেত্রে মাসিক বেতন হবে ১৩,৫৬০ টাকা। 

নিয়োগ পদ্ধতিঃ দুটি ক্ষেত্রেই নিয়োগ হবে ইন্টারভিউ এর মাধ্যমে। 

আরও বিস্তারিত জানতে নীচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি দেখে নিতে পারেন। 

আবেদনের সময়সীমাঃ আবেদন শুরু হয়েছে আজ তথা 17/11/2021 থেকে এবং আবেদন চলবে আগামী 25/11/2021 পর্যন্ত।


OFFICIAL NOTIFICATION: CLICK HERE 

APPLY ONLINE: CLICK HERE



Leave a comment