একই সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর ও মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ (DEO MTS Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে খাদ্য নিরাপত্তা ও মান দপ্তরে হচ্ছে এই নিয়োগ। এখানে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে যারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তারা অনায়াসেই আবেদন জানাতে পারবেন এখানে।
নিয়োগকারী সংস্থা: BECIL -এর তত্ত্বাবধানে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ তথা Food Safety and Standards Authority of India (FSSAI) এর তরফে এই নিয়োগ সংঘটিত হচ্ছে।
পদের নাম: একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে।
পদ – ডেটা এন্ট্রি অপারেটর (DEO)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ সঙ্গে কম্পিউটার কাজের দক্ষতা থাকা দরকার।
মাসিক বেতন: কর্মীদের নিযুক্ত করার পর মাসিক বেতন 25,792/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – মাল্টি টাস্কিং স্টাফ (MTS)
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: এই পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন 21,632/- টাকা থেকে শুরু হবে।
পদ – আইটি পারসন (IT Person)
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সাইন্স এর ওপর B.Tech/BCA করে থাকতে হবে।
মাসিক বেতন: কর্মী পিছু মাসিক গড় বেতন 35,000/- টাকা থাকবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। এই বয়সের নিচে যেকেউ আবেদন জানাতে পারেন।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. BECIL এর অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিন।
2. Advertisement No সিলেক্ট করে পদের নাম সিলেক্ট করুন।
3. অন্যান্য তথ্য যেমন, নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, আধার নম্বর, প্যান নম্বর, ক্যাটাগরি, জাতীয়তা, ঠিকানা ইত্যাদি দিন।
4. এছাড়াও শিক্ষাগত যোগ্যতা, ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইত্যাদি যাবতীয় তথ্য চাইলে দিয়ে দেবেন।
5. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং অন্যান্য ডকুমেন্ট আপলোড করতে হবে এক এক করে আপলোড করুন।
6. সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 25/03/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click Here |