পশ্চিমবঙ্গে জেলা আদালত তথা জাজ অফিসে নেওয়া হবে কর্মী (District Judge Office Recruitment)। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত নিয়োগের সুখবর। অনেকেই রয়েছেন যারা ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো চাকরির খোঁজে রয়েছেন, তাদের জন্য এটি মূলত একটি সুবর্ণ সুযোগ। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় এমন একটি দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে এখনি জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে জেলা লেভেলে জেলা আদালত তথা জাজ অফিসে নেওয়া হবে কর্মী।
পদের নাম: মূলত স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে স্টেনোগ্রাফার গ্রেড II এবং স্টেনোগ্রাফার গ্রেড III পদে নেওয়া হবে কর্মী।
পদ – স্টেনোগ্রাফার গ্রেড III
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন: নিয়োগের পর সর্বনিম্ন মাসিক বেতন 32,100/- টাকা। এই বেতন সর্বোচ্চ 82,900/- টাকা অব্দি হতে পারে।
পদ – স্টেনোগ্রাফার গ্রেড II
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 37,100/- টাকা। এই বেতন সর্বোচ্চ 95,500/- টাকা অব্দি হতে পারে।
প্রার্থীর বয়সসীমা ও বয়সে ছাড়: উভয় পদে আবেদনের ক্ষেত্রেই প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 39 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য।
রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে উল্লিখিত আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
1. সবার প্রথমে নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।
2. নিজের পুরো নাম, বাবা/ স্বামীর নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, জাতীয়তা, ধর্ম, ঠিকানা, কাস্ট ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, ইত্যাদি তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে নিজের সিগনেচার করুন ফর্মের মধ্যে।
4. সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 12/10/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র তথা Application Format পেয়ে যাবেন।
Important Links
Official Notification/ Application Format | Click Here |
Official Website | Click Here |