চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক নতুন নিয়োগের সুখবর। এবার DRDO এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে আপনারা যারা অনেক পড়াশোনা শেষে দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে এবং অসংখ্য শূন্যপদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে বিভিন্ন প্রান্ত থেকে আপনিও চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরন নিম্নরূপ, জানতে সঙ্গে থাকুন।
ক্ষেত্র/ পদের নাম: DRDO এর এই নিয়োগে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে তথা ক্ষেত্রে নেওয়া হবে কর্মী। নিচে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
Material Engg/ Material Science & Engg/ Metallurgical Engg
Physics
Chemistry
Electronics & Communication Engg
Mechanical Engg
Aeronautical /Aerospace Engg
Mathematics
Civil Engg
Computer Science & Engg
Electrical Engg
Chemical Engg
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশ করে থাকলে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 33 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: মাসিক বেতন উচ্চ। নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 56,100/- টাকা থেকে শুরু হচ্ছে এখানে।
কীভাবে আবেদন করবেন: অনলাইনের মাধ্যমে আবেদন করুন। সেক্ষেত্রে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
1. অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।
2. সেক্ষেত্রে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন।
3. অনলাইন ফর্ম ফিলাপ এর ক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে দিতে হবে।
5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন এবং আবেদন এর কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 18/06/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE