DRDO -এর তরফে জারি হয়েছে নিয়োগ (DRDO Recruitment 2024) এর বিজ্ঞপ্তি। দীর্ঘদিন ধরে যারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এটি। এখানে একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য শূন্যপদে প্রার্থীদের নিযুক্ত করা হবে। বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচিত, জানতে সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা: Defence Research & Development Organization (DRDO) এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: এখানে প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসাবে নিযুক্ত করা হবে। সেক্ষেত্রে যেসব ক্ষেত্রে হবে নিয়োগ –
1. Fitter
2. Turner
3. Machinist
4. Welder
5. Electrician
6. Electronics
7. Computer Operator and Programming Assistant
8. Carpenter
9. Book Binder
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ক্ষেত্র থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সসীমা সেভাবে উল্লেখ নেই। সেক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক যেকেউ আবেদন জানাতে পারেন।
আবেদন পদ্ধতি: গুগল ফর্ম ফিলাপ এর মাধ্যমে আবেদন সম্পন্ন করুন। এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: জয়েনিং এর সময় যেসব ডকুমেন্ট সঙ্গে রাখবেন –
1. পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
2. ক্যারেক্টার সার্টিফিকেট
3. ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট
4. কাস্ট সার্টিফিকেট
5. ব্যাংকের পাশবই এর কপি
6. আধার কার্ড
7. পাসপোর্ট সাইজের ফটো
8. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
আবেদনের সময়সীমা: আগামী 31/05/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |