বিদ্যুৎ উৎপাদন দপ্তরে এর পক্ষ থেকে জারি হয়েছে এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি (Electricity Dept Recruitment 2024)। যেসকল চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং মাসিক উচ্চ বেতনের চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। দেশের অন্যতম বিখ্যাত বিদ্যুৎ উৎপাদন সংস্থা তথা দপ্তরের চাকরিতে আগ্রহী হলে শীঘ্রই জানুন এর বিস্তারিত বিবরণ, নিচে আলোচনা করা হয়েছে।
নিয়োগকারী সংস্থা: কেন্দ্র সরকারের শক্তি মন্ত্রকের তত্ত্বাবধানে National Thermal Power Corporation তথা NTPC এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। এটি দেশের অন্যতম বিখ্যাত বিদ্যুৎ উৎপাদন সংস্থা তথা দপ্তর।
পদের নাম: NTPC limited এর এই নিয়োগের মধ্য দিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স) পদে নেওয়া হবে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার যার বিস্তারিত বিবরণ অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া হয়েছে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 37 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 60,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে বিশেষ কয়েকটি ধাপে আবেদন জানান।
1. নিম্নে প্রদত্ত NTPC এর অফিসিয়াল ওয়েবসাইট তথা ক্যারিয়ার অপশনে ভিজিট করুন।
2. বৈধ এবং সক্রিয় ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করুন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এক এক করে আপলোড করুন।
5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট করে নিন।
আবেদনের সময়সীমা: আগামী 18/01/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে যাবতীয় লিংক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Official Website/ Apply Online | Click Here |