প্রচুর শূন্যপদে শিক্ষক, লাইব্রেরিয়ান ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ (EMRS Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজ করছেন এবং বেকার সমস্যায় জর্জরিত তারা একদম সঠিক জায়গায় এসেছেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ, জানতে সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (EMRS) এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেমন, বিভিন্ন শিক্ষক, লাইব্রেরিয়ান ও গ্রুপ ডি পদ।
মোট শূন্যপদ: একই সঙ্গে 6329 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নিচে পদ অনুযায়ী শূন্যপদের বিবরণ দেওয়া হয়েছে।
Librarian – 369
Hostel Warden (Male) – 335
Hostel Warden (Female) – 334
PET – (Male) – 321
PET – (Female) – 345
TGT (Hindi) – 606
TGT (English) – 671
TGT (Maths) – 686
TGT (Social Studies) – 670
TGT (Science) – 678
TGT (Third Language) – 652
TGT (Music) – 320
TGT (Art) – 342
শিক্ষাগত যোগ্যতা: TGT শিক্ষক পদে আবেদনের জন্য স্নাতক পাশের বি.এড করে থাকতে হবে।
অন্যান্য পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি/ ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: গ্রুপ ডি লেভেলের পদের জন্য মাসিক বেতন 29,200/- টাকা থেকে শুরু হচ্ছে। অন্যদিকে, শিক্ষক পদে মাসিক বেতন 44,900/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন। সবার শেষে যাবতীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: 19 অক্টোবর, 2023 তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক নিচে দেওয়া হয়েছে, ডাউনলোড করে নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
Important Links
Previous Official Notification | Click Here |
Apply Online/ Official Website | Click Here |