রাজ্য বীমা নিগমের তরফে কর্মী নিয়োগ (ESIC Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তারা একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ চাইলেই আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ।
নিয়োগকারী সংস্থা: রাজ্য বীমা নিগম তথা Employees State Insurance Corporation (ESIC) এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে এখানে। পদগুলি হলো,
ECG Technician
Medical Record Assistant
Junior Radiographer
Social Guide/Social Worker
O.T. Assistant
Pharmacist (Allopathic)
Pharmacist (Ayurveda)
Pharmacist (Homeopathy)
Junior Medical Laboratory Technologist
Dental Mechanic
মোট শূন্যপদ: অসংখ্য শূন্যপদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে আপাতত সব মিলিয়ে 1038 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। উচ্চতর পদগুলোর জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: পদ অনুযায়ী বয়সসীমা আলাদা। সেক্ষেত্রে ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 37 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের পর সবচেয়ে উচ্চ লেভেলের পদের জন্য মাসিক বেতন 29,200/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. নিম্নে প্রদত্ত নিয়োগের ডাইরেক্ট অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
2. নিজের নাম, বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে নিন।
3. এরপর প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আরো কিছু তথ্য দেবেন।
4. এক্ষেত্রে বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, পোস্ট প্রেফারেন্স ইত্যাদি বিভিন্ন তথ্য দেবেন।
5. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করে দিন।
6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 30/10/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের ডাইরেক্ট লিংক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Apply Online | Click Here |
Official Website | Click Here |