ইন্ডিয়া EXIM ব্যাংকের তরফে কর্মী নিয়োগ (Exim Bank Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনি কি একজন চাকরি প্রার্থী? অনেক দিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন? এবং ব্যাংকের চাকরিতে আগ্রহী? তবে এখানে অনায়াসেই আবেদন জানাতে পারবেন। নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি নিচে দেওয়া হয়েছে, জেনে নিতে আমাদের সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা: Export Import Bank of India তথা EXIM ব্যাংকের তরফ থেকে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: প্রার্থীদের মূলত ম্যানেজমেন্ট ট্রেনী (Management Trainee) পদে নিযুক্ত করা হবে। এই প্রধান পদের অধীনে মূলত যেসব আরো পদ রয়েছে,
1. Management Trainee (MT) (Banking Operations)
2. Management Trainee (MT) (Digital Technology)
3. Management Trainee (MT) (Rajbhasha)
4. Management Trainee (MT) (Administration)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাশ করে থাকতে হবে। পদ অনুযায়ী বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
প্রার্থীর বয়সসীমা: 21 থেকে 25 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য। রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 36,000/- টাকা থেকে শুরু হচ্ছে এখানে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ এর ক্ষেত্রে মোবাইল নম্বর, ইমেল আইডি, নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিন।
সবার শেষে যাবতীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
আবেদনের সময়সীমা: আগামী 10 নভেম্বর, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |