বন বিভাগে কর্মী নিয়োগ (Forest Department Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে নেওয়া হবে কর্মী। আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তারা অনায়াসেই আবেদন জানাতে পারবেন এখানে। বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচিত।
নিয়োগকারী সংস্থা: পরিবেশ মন্ত্রকের তত্ত্বাবধানে বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের তরফে নেওয়া হবে কর্মী।
পদের নাম: মোট তিন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে এখানে। যথা,
1. সেকশন অফিসার
2. অ্যাসিস্ট্যান্ট
3. আপার ডিভিশন ক্লার্ক
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 56 বছর রাখা হয়েছে। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: পদ অনুযায়ী মাসিক বেতন ভিন্ন। এক্ষেত্রে সর্বোচ্চ লেভেলের পদের ক্ষেত্রে মাসিক বেতন 44,900/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে নিম্নে প্রদত্ত ধাপ অনুসরন করে আবেদন জানাতে পারবেন।
1. নিচে দেওয়া ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা বায়ো ডেটা ফরম্যাট সংগ্রহ করুন।
2. নিজ নিজ যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করে ফেলতে হবে।
3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে ফর্মের মধ্যে একটি সিগনেচার করে দিতে হবে।
5. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 15/06/2024 তারিখের মধ্যে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification/ Bio Data Format | Click Here |
Official Website | Click Here |