এই জানুয়ারি মাসেই বাড়তে পারে DA, কোন্ কর্মীদের বেতন কত? | Govt DA Update 2025

এই জানুয়ারি মাসেই DA নিয়ে বিরাট খবর (Govt DA Update 2025)। নতুন বছরের শুরুতেই সরকারি কর্মীদের জন্য এক বিরাট বড়ো সুখবর রয়েছে। অনেক টানাপোড়েনের পর সব জল্পনার অবসান ঘটিয়ে সমস্ত সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে বাড়তে পারে মহার্ঘ ভাতা (Dearness Allowance)। সেক্ষেত্রে কোন্ কর্মীদের বেতন কাঠামো কেমন হবে সেটিই এখন মূল দেখার বিষয়।

Govt DA Update 2025

কেনো এই DA বৃদ্ধির দাবি?

উল্লেখ্য, দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন সরকারি কর্মী এবং পেনশনভোগীরা  সরকারের কাছে তাদের মহার্ঘ ভাতা তথা DA বৃদ্ধির ব্যাপারে বিভিন্নভাবে জানিয়ে এসেছেন এবং তাদের আওয়াজ তুলে ধরেছেন। যতই দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে জিনিসপত্রের দাম। তাই এই মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে তারা তাদের DA তথা বেতন বৃদ্ধির দাবিতেই সোচ্চার হয়ে উঠেছেন।

নতুন বছরের শুরুতেই সুখবর

তাই সরকারের তরফ থেকে নতুন বছরের শুরুতেই তথা 2025 এর জানুয়ারি মাসের দিকেই এই DA এর ক্ষেত্রে বিশেষ বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে এবং বেতন কাঠামোতে ঘটবে বিশেষ পরিবর্তন। এক্ষেত্রে বিভিন্ন সরকারি কর্মী সঙ্গে পেনশনভোগীরা বিশেভাবে লাভবান হবেন। প্রতি বছরের শুরুতেই সরকার দেশের সাধারণ নাগরিক সঙ্গে সরকারি কর্মীদের জন্য বিশেষ সুখবর নিয়ে আসেন। এক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম ঘটবে না বলে আশা করা হচ্ছে।

কিসের ভিত্তিতে এই বৃদ্ধি? AICPI কী?

মূল্যবৃদ্ধির জের দেশের প্রতিটি ক্ষেত্রে সঙ্গে প্রতিটি মানুষ ও কর্মীদের ওপর লক্ষ্য করা যায়। তাই এর থেকে রেহাই পায়নি সরকারি কর্মী সঙ্গে পেনশনভোগীরা।  উল্লেখ্য, All India Consumer Price Index তথা AICPI দেশের মূল্যবৃদ্ধির বিশেষ সূচক হিসেবে কাজ করে। দেশে প্রতি ছয় মাস অন্তর অন্তর AICPI তাদের ডেটা দেয়। সেক্ষেত্রে জানুয়ারি মাস থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর মাসের AICPI এর ডেটা তথা তথ্য দেখেই সরকার এই মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেবেন।

AICPI এর ওপর ভিত্তি করেই বোঝা যায় যে, দেশে এখন মূল্যবৃদ্ধির হার কেমন চলছে। তাই এই সূচকের ওপর ভিত্তি করেই বাড়বে DA সঙ্গে বেতন ও পেনশন কাঠামোতে আসবে বিশেষ পরিবর্তন।

কত শতাংশ DA বৃদ্ধি?

এই বৃদ্ধি ঘটে থাকে AICPI এর ইনডেক্স তথা সূচকের ভিত্তিতে। AICPI এর দেওয়া তথ্য তথা ডেটার ভিত্তিতে দেশে মূল্যবৃদ্ধির জের বিশেষভাবে দেখা দিয়েছে এবং এর জেরে নাজেহাল অবস্থা সরকারি কর্মী ও পেনশনভোগীদের। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, কেন্দ্র সরকারের তরফ থেকে এই মহার্ঘ ভাতা তথা DA তিন শতাংশ হারে বাড়তে পারে। 

কেমন হবে নতুন বেতন কাঠামো?

ধরুন কোনো সরকারি কর্মীর বর্তমান ন্যূনতম বেতন যদি 20,000/- টাকা হয় তবে তার DA 3% হারে বাড়লে তিনি 600/- টাকা বেশি পাবেন বেতন। এবং কোনো কর্মীর বেতন যদি 1,00,000/- টাকা হয় তবে তার বেতন বৃদ্ধি হবে 3,000/- টাকা।

All Job UpdatesClick Here

Leave a comment