HDFC ব্যাংকের তরফে জারি হয়েছে দুর্দান্ত নিয়োগের (HDFC Bank Recruitment 2024) বিজ্ঞপ্তি। এক্ষেত্রে নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যজুড়ে সংঘটিত হচ্ছে এই নিয়োগ। রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ অনায়াসেই আবেদন জানাতে পারবেন এখানে। আপনি যদি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো চাকরির খোঁজ করছেন এবং ব্যাংকের চাকরিতে আগ্রহী? তবে এটি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ।
নিয়োগকারী সংস্থা: HDFC ব্যাংকের তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে HDFC ASSET MANAGEMENT COMPANY LIMITED এর তরফে বিভিন্ন জেলাজুড়ে এই নিয়োগ হতে চলেছে।
ক্ষেত্র ও পদ: HDFC ব্যাংকের এই নিয়োগের মধ্য দিয়ে আবেদনকারী প্রার্থীদের মূলত যেসব ক্ষেত্রে নিয়োগ করা হবে –
1. ফাইন্যান্স
2. ইন্সুরেন্স
3. একাউন্টিং সার্ভিস
এবং মূলত যেসব পদে প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে –
1. ডেটা এন্ট্রি অপারেটর
2. অপারেশনস এক্সিকিউটিভ ইত্যাদি বিভিন্ন পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে আবেদন জানাতে গেলে।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। এবং সর্বোচ্চ 33 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: কর্মী পদে নিযুক্ত হওয়ার পর সর্বনিম্ন মাসিক বেতন 14,500/- টাকা এবং এই বেতন সর্বোচ্চ 18,500/- টাকা হাতে পারে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারী প্রার্থীদের আবেদন জমা পড়ার পর তাদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। তারপর তাদের শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সার্বিকভাবে যাচাই ও বাছাইয়ের পর কর্মী পদে নিযুক্ত করা হবে
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
উল্লেখ্য, NCS এর অফিসিয়াল ওয়েবসাইট এ প্রকাশ পেয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে চাইলে নিম্নে প্রদত্ত NCS এর অফিসিয়াল লিংক ভিজিট করে যাবতীয় তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন।
এবং অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে চাইলে নিম্নে উল্লিখিত মোবাইল নম্বর কিংবা ইমেল এড্রেসে আপনাদের আবেদনপত্র সঙ্গে CV সরাসরি পাঠিয়ে দিতে পারেন।
মোবাইল নম্বর ও ইমেল: এই আবেদন সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচে দেওয়া মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানায় যোগাযোগ করতে পারবেন।
মোবাইল নম্বর ও ইমেল
মোবাইল নম্বর | 9038525386 / 9163326074 |
ইমেল ঠিকানা | hrcorporate887@gmail.com |
আবেদনের সময়সীমা: আগামী 30/04/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে NCS -এর অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, বিস্তারিত জেনে নিন।
Important Links
Official Notification | Click Here |
More Job News | Click Here |