গোয়েন্দা বিভাগে গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগ (IB Group C Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে একই সঙ্গে অসংখ্য শূন্যপদে নেওয়া হবে কর্মী। ভারতে IB তথা গোয়েন্দা বিভাগ একটি উল্লেখযোগ্য এবং জনপ্রিয় বিভাগ এবং এখানে অনেকেরই কাজ তথা চাকরি করার ইচ্ছে থাকে। আপনিও যদি দীর্ঘদিন ধরে চাকরির খোঁজে থেকে থাকেন এবং এখানে অনায়াসেই আবেদন জানাতে পারবেন যেকোনো প্রান্ত থেকে। আসুন তবে জেনে নিই এর বিস্তারিত বিবরণ।
নিয়োগকারী সংস্থা: গোয়েন্দা বিভাগ তথা Intelligence Bureau অর্থাৎ IB এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি।
পদের নাম: IB এর এই নিয়োগের মধ্য দিয়ে গ্রুপ সি লেভেলের পদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে নির্দিষ্টভাবে ACIO-II/Exe পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ: বেশ কয়েকটি শূন্যপদ রয়েছে। সেক্ষেত্রে আপাতত হাজারের কাছাকাছি তথা 995 টি শূন্যপদে নেওয়া হবে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: 18 থেকে 27 বছর বয়সের মধ্যে যেকোনো বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। সেক্ষেত্রে নিয়োগের পর মাসিক বেসিক পে 44,900/- টাকা থেকে শুরু হচ্ছে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: মোট তিনটি স্তর তথা Tier এর মধ্য দিয়ে নিয়োগ সংঘটিত হবে।
Tier -I: এখানে মোট 100 টি MCQ তথা অবজেক্টিভ টাইপ প্রশ্নের ওপর 100 নম্বর থাকবে।
Tier -II: এটি হলো 50 নম্বরের ওপর Descriptive Type পেপার।
Tier -III: এখানে ইন্টারভিউয়ের ওপর মোট 100 নম্বর রাখা হয়েছে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. নিম্নে প্রদত্ত অনলাইন আবেদনের লিংক ভিজিট করুন এবং নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
2. নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে নিন।
3. অনলাইন ফর্ম ফিলাপ এর ক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।
4. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগামী 15/12/2023 তারিখের মধ্যেই আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click Here |