পশ্চিমবঙ্গে ICDS নিয়োগের (ICDS Recruitment 2024 WB) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে একই বিভিন্ন GP অনুযায়ী কর্মী নিয়োগ করা হবে। যেসব প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এখানে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশে আবেদন জানাতে পারবেন আপনারা। বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচিত।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তত্ত্বাবধানে CDPO অফিসের তরফে নেওয়া হচ্ছে কর্মী।
পদের নাম: এখানে ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা তথা Anganwadi Helpers (AWH) পদে নেওয়া হবে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: 01/01/2024 এর হিসাবে প্রার্থীর বয়স হতে হবে 18-35 বছর বয়সের মধ্যে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন নিম্নলিখিত ধাপগুলি অনুসরন করে।
1. সবার প্রথমে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
2. অনলাইন রেজিস্ট্রেশনের এর ক্ষেত্রে নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
3. অনলাইন ফর্ম ফিলাপ এর ক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিন।
4. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন এর কাজ সম্পন্ন করুন।
নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় 90 নম্বর এবং ইন্টারভিউয়ে 10 নম্বর রাখা হয়েছে।
আবেদনের সময়সীমা: আগামী 20/03/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification/ Apply Online | Click Here |
Official Website | Click Here |