ICT টিচার পদে নিয়োগের বিজ্ঞপ্তি (ICT Teacher Recruitment 2024) জারি হয়েছে। সেক্ষেত্রে অসংখ্য শূন্যপদে হবে এই নিয়োগ। সেসব চাকরি প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন। এখানে খুব সহজেই আপনারা নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচিত।
নিয়োগকারী সংস্থা: টেলিকমিউনিকেশনস কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড / Telecommunications Consultants India Ltd. (TCIL) এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: এখানে এই নিয়োগের মধ্য দিয়ে আইসিটি টিচার তথা ইন্সট্রাক্টর (ICT Instructors) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ: সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে 350 টি যেখানে প্রার্থীদের নিযুক্ত করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য এবং সর্বোচ্চ 55 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের পর পর মাসিক বেতন সর্বনিম্ন 10,000/- টাকা থেকে বেড়ে হচ্ছে।
নিয়োগ প্রক্রিয়া: অনলাইন অথবা অফলাইন কম্পিউটার বেসড টেস্ট (CBT) এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি: আবেদন জানাতে পারবেন ইমেলের মাধ্যমে আবেদন জমা করার মধ্য দিয়ে।
1. সবার প্রথমে নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র ফরম্যাট তথা সিভি বানিয়ে ফেলুন।
2. নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিন এক্ষেত্রে।
3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন এবং একটি সিগনেচার করুন ফর্মের মধ্যে।
4. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব নির্দিষ্ট ইমেল ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |