পশ্চিমবঙ্গে টাকা ছাপানোর দপ্তরে কর্মী নিয়োগ (IGM Kolkata Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে নেওয়া হবে কর্মী। আপনি কি একজন চাকরিপ্রার্থী? আপনিও কি দীর্ঘদিন ধরে ভালো কোনো নিয়োগের সন্ধান করছেন? যেকোনো প্রান্ত থেকে যেকেউ এখানে অনায়াসেই আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হয়েছে।
নিয়োগকারী সংস্থা: রাজ্যে টাকা ছাপানোর দপ্তরে হবে নিয়োগ। India Government Mint তথা IGM কলকাতাতে হচ্ছে নিয়োগ।
পদের নাম: মোট তিন ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যথা,
1. Engraver
2. Jr. Technician
3. Lab Assistant
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ক্ষেত্র থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক কিংবা আইটিআই পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। Jr. Technician ও Lab Assistant পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 25 বছর এবং Engraver পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 28 বছর।
মাসিক বেতন: Jr. Technician ও Lab Assistant পদের ক্ষেত্রে মাসিক বেতনক্রম 18780-67390/- টাকা এবং Engraver পদের ক্ষেত্রে বেতনক্রম 23910-85570/- টাকা।
আবেদন পদ্ধতি: আবেদনকারী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. নিচে ডাইরেক্ট লিংক দেওয়া হয়েছে অনলাইন আবেদনের, ক্লিক করে নিন।
2. নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করুন।
3. প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
4. নিজের শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি বিভিন্ন তথ্য দিন এক্ষেত্রে।
5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এক এক করে আপলোড করে সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগামী 22/04/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে যাবতীয় লিংক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click Here |