ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একই সঙ্গে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ (IGNOU Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেসকল চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো চাকরির খোঁজ করছেন তাদের জন্য মূলত এই প্রতিবেদনটি। সেক্ষেত্রে IGNOU এর বিশেষ প্রজেক্টে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে নেওয়া হবে কর্মী। বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচিত, জানতে সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা: ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (Indira Gandhi National Open University) অর্থাৎ IGNOU এর SWAYAM Prabha Project এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে।
1. কনসালট্যান্ট (প্রজেক্ট ম্যানেজার)
2. কনসালট্যান্ট (সিনিয়র ওয়েব ডিজাইনার)
3. কনসালট্যান্ট (সফটওয়্যার ইঞ্জিনিয়ার)
4. কনসালট্যান্ট (ক্যামেরা পার্সন)
5. কনসালট্যান্ট (সিনিয়র মাল্টিমিডিয়া প্রোগ্রামার)
6. কনসালট্যান্ট (মাল্টিমিডিয়া প্রোগ্রামার)
7. কনসালট্যান্ট (প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট)
8. কনসালট্যান্ট (টেকনিক্যাল)
9. কনসালট্যান্ট (একাউন্টস অ্যাসিস্ট্যান্ট)
10. কনসালট্যান্ট (প্রজেক্ট অ্যাসোসিয়েট)
এরকম আরো বিভিন্ন ধরনের পদ রয়েছে। সব মিলিয়ে মোট 20 ধরনের পদে নেওয়া হবে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি কিংবা সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: সেভাবে বয়সসীমা উল্লেখ করা হয়নি অফিসিয়াল নোটিফিকেশনে। প্রাপ্ত বয়স্ক হওয়ার পাশাপাশি উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার অধিকারী হলেই আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: পদ অনুযায়ী মাসিক বেতন ভিন্ন। সেক্ষেত্রে সর্বনিম্ন লেভেলের পদের ক্ষেত্রে মাসিক বেতন সর্বোচ্চ 35,000/- টাকা।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ইমেলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।
1. সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করুন।
2. নিজের যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করুন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে এই আবেদনপত্র পূরণ করুন।
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন এবং সিগনেচার করুন ফর্মে।
5. যাবতীয় গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট এর সঙ্গে যুক্ত করে সব কিছু স্ক্যান কিংবা ফটো করে পিডিএফ ফরম্যাটে বানিয়ে ফেলুন।
6. এগুলি সব একটি নির্দিষ্ট ইমেল এড্রেসে নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 04/01/2024 তারিখের মধ্যে ইমেল এর মাধ্যমে এই আবেদনপত্র পাঠাতে হবে।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |