India Post Recruitment 2021 | মাধ্যমিক পাশ যোগ্যতায় বিনা পরিক্ষায় ভারতীয় ডাকবিভাগে অঢেল নিয়োগ

আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকনে তবে আপনার জন্য রয়েছে বিশেষ সুখবর। ফের আরও একবার INDIA POST তথা ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে অসংখ্য শূন্যপদে GDS পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। আপনি যদি ভারতীয় ডাক বিভাগে চাকরি করতে ইচ্ছুক হোন তবে অতী শীঘ্রই দেখে নিন আবেদনের খুঁটিনাটি। 
নিয়োগকারী সংস্থাঃ INDIA POST তথা ভারতীয় ডাক বিভাগ।

পদের নামঃ নিয়োগ হবে মূলত GDS তথা গ্রামীণ ডাক সেভক পদে। 

শূন্যপদের বিবরণঃ প্রধানত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা এই দুটি সারকেলে হবে নিয়োগ। মোট শূন্যপদের সংখ্যা 3446 জন। 

শিক্ষাগত যোগ্যতাঃ শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় করতে পারবেন আবেদন। সঙ্গে একটি। সঙ্গে লাগবে অন্তত 6 মাসের কোর্স করা একটি বেসিক কম্পিউটার সার্টিফিকেট।

আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নথিপত্রঃ মূলত INDIA POST এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনালাইনের মাধ্যমে করতে হবে আবেদন। আবেদন করতে চাইলে যেসব ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে-
  1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (জন্ম তারিখের প্রমাণ হিসেবে) 
  2. মাধ্যমিকের মারকশিট কিংবা সার্টিফিকেট 
  3. যদি থাকে তো কাস্ট সার্টিফিকেট 
  4. একটি কম্পিউটার কোর্সের সার্টিফিকেট 
  5. নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো
  6. নিজের একটি সিগনেচার 

আবেদন মূল্যঃ আবেদন করতে 100 টাকা দিতে হবে। SC/ST দের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। 


OFFICAIL WEBSITE OF GDS: CLICK HERE

GDS APPLY ONLINE: CLICK HERE 

Leave a comment