পশ্চিমবঙ্গে ভারতীয় রাশিবিজ্ঞান সংস্থার তরফে কর্মী নিয়োগ (Indian Statistical Institute Recruitment 2024) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সকল চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ সুখবর যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন। এখানে অনায়াসেই আপনারা যেকোনো প্রান্ত থেকে আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ আলোচিত।
নিয়োগকারী সংস্থা: Indian Statistical Institute তথা ভারতীয় রাশিবিজ্ঞান সংস্থার তরফে রাজ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: এই নিয়োগের মধ্য দিয়ে প্রজেক্ট লিংকড পারসন পদে নেওয়া হবে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর। অর্থাৎ, এর নিচে বয়স হলেই আবেদন জানাতে পারেন।
মাসিক বেতন: নিয়োগের পর মাসিক বেতন সর্বোচ্চ 32,000/- টাকা হতে পারে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন খুব সহজেই।
1. এক্ষেত্রে লিংকে গিয়ে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
2. এখানে যাবতীয় তথ্য যেমন নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিন।
3. এক্ষেত্রে নিচে একটি Google Form এর লিংক দেওয়া হবে সেখানে ক্লিক করেই এই আবেদন করা যাবে।
4. সঙ্গে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল দিতে ভুলবেন না।
5. শেষে সব ঠিকঠাক আছে কিনা দেখে সাবমিট করে দিন।
আবেদনের সময়সীমা: আগামী 19/04/2024 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন আপনারা।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click Here |