আয়কর বিভাগে জারি হয়েছে কর্মী নিয়োগ (IT Department Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদ রয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন এবং চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।
নিয়োগকারী সংস্থা: আয়কর বিভাগ তথা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি।
পদের নাম: এখানে মূলত Meritorious Sports Persons দের নিয়োগ করা হবে। সেক্ষেত্রে মূলত যেসব পদ রয়েছে –
1. মাল্টি টাস্কিং স্টাফ
2. স্টেনোগ্রাফার গ্রেড II
3. ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট
4. ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স
শূন্যপদ: সব মিলিয়ে 55 টি শূন্যপদ রয়েছে। পস অনুযায়ী শূন্যপদের হিসাব হলো –
1. মাল্টি টাস্কিং স্টাফ – 26 টি
2. স্টেনোগ্রাফার গ্রেড II – 2 টি
3. ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট – 25 টি
4. ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স – 2 টি
শিক্ষাগত যোগ্যতা: অফিসিয়াল নোটিফিকেশনে সরাসরি শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: প্রাপ্ত বয়স্ক হলেই আবেদন জানাতে পারবেন। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা থাকা দরকার।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
2. অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
3. নিজের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগামী 16/01/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |