KMC Recruitment 2022: কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশন এর পক্ষ থেকে রাজ্যে Group-C কর্মী নিয়োগ, বেতন 26000 টাকা

চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট বড় নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো পশ্চিমবঙ্গে। আরও একবার কলকাতা পৌরসভায় গ্রুপ- সি (Group-C) পদে কর্মী নিয়োগ করা হবে। উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ এই চাকরিতে আবেদন করতে পারবেন। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন তবে এটি আপনার জন্য একটি দুর্দান্ত নিয়োগের। অতি সহজেই অনলাইনের মাধ্যমে আপনি চাকরির জন্য আবেদন করে নিতে পারবেন। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো দেখে নিতে পারেন।

KMC Recruitment 2022

নিয়োগকারী সংস্থা: 

West Bengal Municipal Service Commission (WBMSC) এর তত্ত্বাবধানে কলকাতা পৌরসভা তথা Kolkata Municipal Corporation (KMC) এর পক্ষ থেকে এই Group-C নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

পদের নাম: 

মূলত গ্রুপ সি(Group-C) পদে কর্মী নিয়োগ করা হবে। যে প্রধান পদে কর্মী নিয়োগ করা হবে তার নাম হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant)।

শূন্যপদ: 

KMC এর পক্ষ থেকে সর্বমোট 21 টি শূন্যপদে গ্রুপ সি(Group-C) কর্মী নিয়োগ করার কথা বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: 

পশ্চিমবঙ্গ শিক্ষা বোর্ড থেকে আপনাকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এই গ্রুপ সি(Group-C) পদে আবেদন করতে গেলে। এছাড়াও উচ্চ শিক্ষা যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও সমানভাবে এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: 

Kolkata Municipal Corporation (KMC) এর এই গ্রুপ সি(Group-C) পদে আবেদন কতে গেলে আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর 01/01/2022 তারিখ অনুযায়ী। এবং এখানে সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া: 

নিম্নলিখিত কয়েকটি ধাপের মধ্য দিয়ে আবেদন করতে পারবেন-
STEP-1: Kolkata Municipal Corporation junior assistant recruitment 2022 এর অফিসিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে সেটি ভালো করে পড়ুন।
STEP- 2: তারপর আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদনের লিংকে ক্লিক করতে হবে।
STEP- 3: এর পরে আপনার যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ভালো করে অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে।
STEP- 4: তারপর আবেদন ফি জমা করতে হবে আপনাকে। বিশেষ কয়েকটি উপায়ে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারেন।
STEP- 4: সবার শেষে আপনাকে আপনার ফর্মটি Submit করে আবেদনের প্রিন্ট আউট করে নিতে হবে।

বেতনক্রম: 

KMC তে নিয়োজিত কর্মীদের মাসে প্রায় 26000 টাকা বেতন দেওয়া হবে।

আবেদন ফি: 

General দের আবেদন ফি বাবদ 200 টাকা দিতে হবে। এবং SC/ST/PWD প্রার্থীদের 50 টাকা আবেদন ফি দিতে হবে।

আবেদনের সময়সীমা: 

অনলাইনের মাধ্যমে Kolkata Municipal Corporation junior assistant recruitment 2022 এর জন্য আবেদন করতে পারবেন আগামী 14/04/2022 তারিখের মধ্যে।
Kolkata Municipal Corporation (KMC) এর পক্ষ থেকে এই Group-C নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে আরও সবিস্তারে জানতে চাইলে নিচে আবেদনের অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া আছে জেনে নিতে পারেন। আবেদন এর লিংক আগামী 17/03/2022 তারিখে খোলা হবে। আপনারা অনায়াসেই এখানে আবেদন করে নিতে পারেন।






চাকরি সম্বন্ধীয় এরকম আরো নানান তথ্য পেতে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন।

Leave a comment