কলকাতা মেট্রো রেলের তরফে কর্মী নিয়োগ (Kolkata Metro Rail Recruitment 2025) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হয়েছে।
নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং রেল বিভাগে চাকরি করতে ইচ্ছুক। রাজ্যের যেকোনো প্রান্ত থেকে যেকেউ আবেদন জানাতে পারবেন এখানে। সবথেকে বড় কথা হলো, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগকারী সংস্থা
কলকাতা মেট্রো রেল (KOLKATA METRO RAIL CORPORATION LIMITED) তথা KMRCL এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম
KMRCL এর তরফে ADDITIONAL GENERAL MANAGER (CIVIL)/EXPERT পদে কর্মী নিয়োগ করা হবে
শূন্যপদ সংখ্যা
আপাতত দুটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট ক্ষেত্রের অবসরপ্রাপ্ত কর্মী। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা
01/04/2025 এর হিসাব অনুযায়ী ন্যূনতম 60 বছর এবং সর্বোচ্চ 62 বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া
আবেদন জমা পড়ার পর প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই ও বাছাই করে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে।
আবেদন পদ্ধতি
নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট পূরণ করুন।
সেক্ষেত্রে নিজের নাম, জন্মতারিখ, বয়স, ক্যাটাগরি, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, মোবাইল নম্বর ইত্যাদি দেবেন।
যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
General Manager/Administration & HR, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhawan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021
আবেদনের সময়সীমা
আগামী 13/02/2025 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
গুরুত্বপূর্ন লিঙ্ক
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |