নতুন করে লাইব্রব্রিয়ান কর্মী নিয়োগ (Librarian Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনি একজন চাকরি প্রার্থী হয়ে চাকরির খোঁজে থেকে থাকলে একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে যেকোনো প্রান্ত থেকে যেকেউ চাইলেই অনায়াসেই আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ, জানতে সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা: BECIL এর তরফে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এ কর্মী নিয়োগ করা হচ্ছে।
পদের নাম: মূলত লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ (Librarian Recruitment 2023) করে হচ্ছে। প্রধান দু ধরনের লাইব্রেরিয়ান রয়েছে। যথা, লাইব্রেরিয়ান গ্রেড II এবং লাইব্রেরিয়ান গ্রেড III।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে লাইব্রেরি সাইন্স এর ওপর স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: লাইব্রেরিয়ান গ্রেড II পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর। লাইব্রেরিয়ান গ্রেড III পদের ক্ষেত্রে বয়স হতে হবে 21-30 বছর বয়সের মধ্যে।
মাসিক বেতন: নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 50,600/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত ধাপ আলোচনা করা হলো।
1. BECIL এর অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিউ রেজিস্ট্রেশন এ ক্লিক করুন।
2. ADVERTISEMENT NO. 379 সিলেক্ট করুন। তারপর পদ সিলেক্ট করে নিন।
3. নিজের নাম, বাবার নাম, জন্মতারিখ, ইমেল আইডি, মোবাইল নম্বর, আধার নম্বর, প্যান নম্বর, কাস্ট ক্যাটাগরি, জাতীয়তা, ধর্ম, জেন্ডার বৈবাহিক অবস্থা, ঠিকানা ইত্যাদি তথ্য দেবেন।
4. রেজিস্ট্রেশন শেষে লগইন করে নিজের আরো কিছু তথ্য যেমন, শিক্ষাগত যোগ্যতা দিতে হবে।
5. নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগামী 10/10/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন ও অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Apply Online | Click Here |
Official Website | Click Here |