MTS ও বিভিন্ন Group-D পদে অসংখ্য কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক | Multi Tasking Staff Recruitment 2022

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি যদি মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ করে চাকরির খোঁজ করছেন এবং বেকার সমস্যার শিকার, তবে নিয়োগের বিজ্ঞপ্তটি শুধু আপনার জন্য। ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে বিভিন্ন গ্রূপ-ডি এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগের একটি অভূতপূর্ব বিজ্ঞপ্তি জারি হয়েছে। বর্তমান যুগে সরকারি নিয়োগ ক্ষেত্রে যে করুন পরিস্থিতি, সেই সময়ে দাঁড়িয়ে এরকম একটি চাকরির নিয়োগকে হাতছাড়া না করাই ভালো। রাজ্যের যেকোনো জেলা থেকে নারী কিংবা পুরুষ যে কেউ আবেদনের যোগ্য। আবেদন করতে দিতে হবে না কোনো রকম আবেদন ফি। তাই দেরি না করে নিচে বিস্তারিত দেওয়া হচ্ছে দেখে নিতে পারেন-


job aspirants in india

নিয়োগকারী সংস্থা 

ভারত সরকারের অধীনে প্রতিরক্ষা মন্ত্রক (Government of India, Ministry of Defence) এর পক্ষ থেকে এই নিয়োগ করা হবে।



পদের নাম ও শূন্যপদ 

নিচে বিভিন্ন পদের নাম এবং দেন পাশে শূন্যপদের সংখ্যা দেয়া হলো-
  1. Storekeeper Gd-III -03
  2. Civilian Trade Instructor- 22
  3. Cook- 09
  4. Lascar- 06
  5. MTS (Messenger)- 08
  6. MTS (Watchman)- 07
  7. MTS (Gardener)- 05
  8. MTS (Safaiwala)- 02
  9. MTS (Washerman)- 02
  10. Barber- 01

শিক্ষাগত যোগ্যতা 

  • 1 নম্বর পদটি বাদে নিচের 9 টি পদে আবেদন করতে আবেদনকারীর ন্যুনতম সূক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ।
  • Storekeeper Gd-III পদটিতে আবেদন করতে আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
  •  Storekeeper Gd-III পদটিতে আবেদন করতে আবেদনকারীকে কম্পিউটার চালাতে বিশেষ দক্ষ হতে হবে। 
  • এছাড়াও বিভিন্ন পদে আবেদন করতে শুধু শিক্ষাগত যোগ্যতা ছাড়াও আবেদনকারীকে সংশ্লিষ্ট পদগুলিতে ওই পদের সঙ্গে জড়িত কাজগুলিতে বিশেষ দক্ষ হতে হবে নিয়োগ ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার  পেতে।

আবেদনকারীর বয়স 

প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে। 
  • SC/ST দের বয়সে 5 বছরের ছাড় দেওয়া হবে।
  • OBC দের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হবে।
  • OBC দের বয়সে 10 বছরের ছাড় দেওয়া হবে।

বেতন 

  • Storekeeper Gd-III, Civilian Trade Instructor এবং Cook দের মাসে 19900 টাকা দেওয়া হবে।
  • নিচে 4-10 নম্বর বাকি 7 টি পদের ক্ষেত্রে বেতন মাসে 18000 টাকা।


আবেদন প্রক্রিয়া

আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতির মাধ্যমে। আবেদনকারীকে সর্বপ্রথম আবেদনপত্রটি (Application Form) প্রিন্ট করে বের করে সেটিকে ভালো করে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজের যাবতীয় বিভিন্ন ডকুমেন্ট জেরক্স করে দিয়ে তা আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। 


আবেদনপত্র পাঠানোর ঠিকানা 

  • To The Commandant, Bombay Engineer Group and Centre, Kirkee, Pune – 411003

আবেদনের সময়সীমা 

  • আগামী 28/01/2022 তারিখের মধ্যে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া

  • স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্য দিয়ে প্রার্থী বাছাই করা হবে।




Official Notification: Click Here


application Form: Click Here


Official Website: www.bsakirkee.org

For More Govt Job: Click Here


এরকম আরো চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন: Click Here to Join Telegram Channel  

Leave a comment