MTS ও অন্যান্য পদে কর্মী নিয়োগ (MTS Recruitment 2025) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত নিয়োগের সুখবর এবং সুবর্ণ সুযোগ এটি। সেক্ষেত্রে অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অধিকারী। আপনারা অনায়াসেই অনলাইনের মাধ্যমে এখানে নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। আসুন তবে আর দেরি না করে জেনে নিই নিয়োগের বিস্তারিত বিবরণ।
নিয়োগকারী সংস্থা: কেন্দ্র সরকারের DFCCIL এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
পদের নাম: একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,
1. জুনিয়র ম্যানেজার
2. এক্সিকিউটিভ
3. মাল্টি টাস্কিং স্টাফ (MTS)
শূন্যপদ সংখ্যা: সব মিলিয়ে 642 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হয়।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। উচ্চতর পদের ক্ষেত্রে উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে।
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম 18 বছর বয়স হলে নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। এবং সর্বোচ্চ 33 বছর বয়সের প্রার্থীরা নিয়োগ এ আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: পদ অনুযায়ী মাসিক বেতনক্রম হলো –
1. জুনিয়র ম্যানেজার – 50,000/- থেকে 1,60,000/- টাকা
2. এক্সিকিউটিভ – 30,000/- থেকে 1,20,000/- টাকা
3. মাল্টি টাস্কিং স্টাফ (MTS) – 16,000/- থেকে 45,000/- টাকা
নিয়োগ প্রক্রিয়া: মোট চারটি ধাপের মধ্য দিয়ে প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে। যথা,
1. Computer Based Test
2. Physical Efficiency Test
3. Documents Verification
4. Medical Test
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
সেক্ষেত্রে নিচে প্রদত্ত অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
আবেদনের সময়সীমা: আগামী 16/02/2025 তারিখের মধ্যেই অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click Here |