NIOS -এর তরফে জারি হয়েছে দুর্দান্ত নিয়োগ (NIOS Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। NIOS তথা National Institute of Open Schooling এর এই নিয়োগের মধ্য দিয়ে মূলত গ্রুপ A, B ও C লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে আপনারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তথা উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। পদ অনুযায়ী বিস্তারিত বিবরণ নিম্নরূপ।
পদের নাম: NIOS -এর এই নিয়োগে মূলত গ্রুপ A, B ও C লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে।
গ্রুপ- A লেভেল
1. ডেপুটি ডিরেক্টর
2. অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর
3. অ্যাকাডেমিক অফিসার
গ্রুপ- B লেভেল
1. সেকশন অফিসার
2. পাবলিক রিলেশন অফিসার
3. ইডিপি সুপারভাইজার
4. গ্রাফিক আর্টিস্ট
5. জুনিয়র ইঞ্জিনিয়ার
গ্রুপ- C লেভেল
1. অ্যাসিস্ট্যান্ট
2. স্টেনোগ্রাফার
3. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
4. মাল্টি টাস্কিং স্টাফ
শিক্ষাগত যোগ্যতা: খুবই সামান্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে প্রাইমারি স্কুল পাশ করে থাকলেই মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য আবেদন জানাতে পারবেন।
অন্যান্য গ্রুপ সি লেভেলের পদ তথা, অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
অন্যান্য গ্রুপ A এবং গ্রুপ B লেভেলের পদে আবেদনের জন্য আপনাকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: গ্রুপ C লেভেলের পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 27 বছর।
বিভিন্ন গ্রুপ B লেভেলের পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 37 বছর। শুধুমাত্র জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর।
গ্রুপ A লেভেলের ডেপুটি ডিরেক্টর পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 50 বছর এবং অন্যান্য গ্রুপ A লেভেলের পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 37 বছর।
মাসিক বেতন: মাল্টি টাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে মাসিক বেতনক্রম 18,000/- থেকে 56,900/- টাকা, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 19,900/- থেকে 63,200/- টাকা। অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে 25,500/- থেকে 81,100/- টাকা।
ইডিপি সুপারভাইজার, গ্রাফিক আর্টিস্ট ও জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে মাসিক বেতনক্রম 35,400/- থেকে 1,12,400/- টাকা। সেকশন অফিসার ও পাবলিক রিলেশন অফিসার পদের ক্ষেত্রে মাসিক বেতনক্রম 44,900/- থেকে 1,42,400/- টাকা।
অ্যাকাডেমিক অফিসার পদের ক্ষেত্রে মাসিক বেতনক্রম 56,100/- থেকে 1,77,500/- টাকা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের ক্ষেত্রে মাসিক বেতনক্রম 67,700/- থেকে 2,08,700/- টাকা এবং ডেপুটি ডিরেক্টর পদের ক্ষেত্রে মাসিক বেতনক্রম 78,800/- থেকে 2,09,200/- টাকা।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট করে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন। সেক্ষেত্রে নিজের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি তথ্য দেবেন।
নিজের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগামী 30/11/2023 তারিখ থেকে আগামী 21/12/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Link1 Link2 |
Official Website | Click Here |
Apply Online | Click Here |