ডাক বিভাগের তরফে গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগ (Post Department Group-C Recruitment) করা হচ্ছে। আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকেন তবে এখানে অনায়াসেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। ন্যুনতম অষ্টম শ্রেণি পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা: ভারত সরকারের তত্ত্বাবধানে ডিপার্টমেন্টে অফ পোস্ট তথা ডাক বিভাগের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: ডাক বিভাগের এই নিয়োগে গ্রুপ সি নন গেজেটেড লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম অষ্টম পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন: সপ্তম পে কমিশন এর লেভেল 2 অনুযায়ী নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 19,900/- টাকা। এই বেতন সর্বোচ্চ 63,200/- টাকা অব্দি হতে পারে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে,
1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করে বের করে নিন।
2. নিজের যাবতীয় তথ্য যেমন, নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো জুড়ে দিন। সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করে দিন নিজের।
4. সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে, এটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |