রাজ্যের সরকারি চাকরির প্রার্থীদের জন্য শিক্ষক পদে নিয়োগের এক দারুন বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ইত্যাদি আরো নানান বিভাগে বিভিন্ন বিষয়ের ওপর অসংখ্য শিক্ষক নিয়োগ করা হবে। যেকোনো যোগ্যতায় আপনি এখানে আবেদন করতে পারেন। এখানে আবেদন করতে আপনার D.EL.ED কিংবা B.ED কোনো রকম যোগ্যতা লাগবে না। এবং TET কিংবা SSC এর মতো পরীক্ষাও সংঘটিত হবে না। আপনার শিক্ষাগত যোগ্যতা যাচাই করে এবং আপনার অভিজ্ঞতার ভিত্তিতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে যেকেউ আবেদনের যোগ্য। তাই আপনি যদি শিক্ষকতার চাকরি করতে ইচ্ছুক হন তবে এই আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেখে নিতে পারেন, যা নিচে দেওয়া হলো-
নিয়োগকারী সংস্থা
ন্যাশনাল পাবলিক স্কুল (National Public School) তথা NPS এর পক্ষ থেকে শিক্ষক পদে এই নিয়োগ করা হবে।
পদের নাম
বিভিন্ন বিভাগে অসংখ্য সহকারী শিক্ষক (Assistant Teacher) পদে নিয়োগ করা হবে।
বিভাগের নাম
মূলত যেসব বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে-
- প্রাথমিক ও মাধ্যমিক (Primary & Secondary)
- উচ্চমাধ্যমিক (Senior Secondary)
- মন্তেসরি এবং কিন্ডারগার্টেন (Montessori & Kindergarten)
- স্পেশাল শিক্ষক ও কাউন্সেলরস (Special Educators & Counsellors)
- ফ্রন্ট অফিস এক্সেকিউটিভ (Front Office Executive)
প্রতিটি বিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-
Senior Secondary
বিষয় (Subject)
- Maths
- Physics
- Chemistry
- Biology
- Accountancy
- Computer Science
- Psychology
- English
- Economics
- Business Studies
শিক্ষাগত যোগ্যতা
উক্ত বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে।
Primary & Secondary
বিষয় (Subject)
- English
- History
- Geography
- Maths
- Science
- Social Science
- Physics
- Chemistry
- Biology
- Computer Science
- Hindi
শিক্ষাগত যোগ্যতা
উক্ত বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে।
Montessori & Kindergarten
শিক্ষাগত যোগ্যতা
Early Childhood Education এ ডিগ্রি কিংবা ডিপ্লোমা করা থাকতে হবে।
Special Educators & Counsellors
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক পাস সঙ্গে যেকোনো ডিগ্রি কিংবা ডিপ্লোমা থাকলে আবেদন করেত পারবেন।
Front Office Executive
শিক্ষাগত যোগ্যতা
MBA Bachelors কিংবা HR এ Masters করতে হবে।
আবেদন প্রক্রিয়া
আবেদনকারীকে নিজের CV তথা Bio Data এবং সঙ্গে পাসপোর্ট ফটো পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
ইমেল ঠিকানা
Official Notification: Click Here