রাজ্যে Primary TET 2017 এর ফলাফল প্রকাশ পাওয়ার পরেই সৃষ্টি হয়ে গিয়েছে নতুন জল্পনার। কবে নিয়োগ হবে এবং ইন্টারভিউ কবে থেকে শুরু হবে Primary TET 2017 এর এ নিয়ে 2017 এর টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মনে নানান প্রশ্ন জাগছে। রাজ্য সরকার তথা প্রাইমারি পর্ষদ (WBBPE) বারংবার রাজ্যের Primary TET পরীক্ষা নিয়ে নানা রকম টানাপোড়েনের সৃষ্টি করেছে তাই রাজ্যের নতুন টেট উত্তীর্ণ প্রার্থীরা তাদের ফলাফল হাতে পাওয়ার পর থেকে আর ঠিক থাক ঘরে বসে থাকতে পারছে না, সরকারের কাছে দাবি জানাচ্ছে তাদের Primary TET 2017 এর দ্রুত নিয়োগের দাবিতে। তারই এক নিদর্শন লক্ষ্য করা গেলো আজ কোচবিহারের 2017 TET কোয়ালিফাইড ঐকমঞ্চের তরফ থেকে।
Primary TET 2017 নিয়োগ নিয়ে সংশয়
উল্লেখ্য রাজ্যে গত 10 জানুয়ারি, 2022 সোমবার Primary TET 2017 Result প্রকাশ পাই। Primary TET 2017 এর ফলাফল প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই নতুন 2017 এর টেট উত্তীর্ণ প্রার্থীদের মনে নানান প্রশ্ন জাগছে শুরু করে দিয়েছে। বিরাট সংশয়ে ভুগছেন তারা এখন তাদের ফলাফল নিয়ে। কারণ পূর্বে দেওয়া কথা মতো রাজ্যে 31 মার্চের মধ্যে 2017 টেট এর নিয়োগ সম্পন্ন হওয়ার কথা, আর এখন প্রায় জানুয়ারি মাসের মাঝামাঝি। Primary TET 2017 এর রেজাল্ট প্রকাশ পাওয়ার পর পর্ষদ (WBBPE) তথা রাজ্য সরকারের পক্ষ থেকে সদর্থক কোনো উত্তর মেলেনি Primary TET 2017 এর রেজাল্ট নিয়ে।
Primary TET 2017 পর্ষদ সভাপতির কথায়
অন্যদিকে প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টচার্চের মতে টেট পরীক্ষার সঙ্গে নিয়োগের কোনো রকম সম্পর্ক নেই। এই পরীক্ষায় পাস করলে উত্তীর্ণরা পরবর্তী ধাপের জন্য অর্থাৎ ইন্টারভিউ এর জন্য উপযুক্ত হবেন। অন্যদিকে রাজ্যের Primary TET 2014 Not Included দের কি এই Primary TET 2017 এর ইন্টারভিউয়ে ডাকবে নাকি ডাকবে না? এই নিয়ে বিরাট একটা কিন্তু কিন্তু সবার মনে। এমতবস্থায় ফলস্বরূপ রাজ্যের Primary TET 2017 নতুন উত্তীর্ণ প্রার্থীরা তাদের নিয়োগকে সুনিশ্চিত করতে জমায়েত হতে শুরু করেছে নিজেদের হকের দাবিতে।
2017 TET কোয়ালিফাইড ঐক্যমঞ্চ আজ জমায়েত রাস্তায়
পশ্চিমবঙ্গ রাজ্যের Primary TET 2017 এর উত্তীর্ন প্রার্থীদের পক্ষ থেকে আজ সোমবার রেজাল্টের ঠিক এক সপ্তাহ পরে কোচবিহার জেলায় বেশ কিছু টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা তাদের হকের দাবিতে তথা তাদের স্বচ্ছ নিয়োগের আর্জি জানিয়ে জমায়েত হতে শুরু করেছেন। ২০১৭ টেট কোয়ালিফাইড ঐক্যমঞ্চ এর দাবি হলো-
- অবিলম্বে ২০১৭ টেট পাশ সকল প্রার্থীর নিয়োগ চাই।
- দীর্ঘ ৫ বছরের বঞ্চনার মুক্তি চাই।
- স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ চাই।
- ৯৮৯৬ জনের নিয়োগ চাই।
তাদের মতে তারা দীর্ঘ 7 বছর ধরে বেকার সমস্যায় ভুগছেন। সেই 2017 সালে রাজ্যে Primary TET এর বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর থেকে আজ পর্যন্ত তারা তীব্র মানসিক যন্ত্রনায় ও বেকারত্বের করালগ্রাসে দিনযাপন করছেন বিভিন্ন ভাবে বঞ্চিত হয়ে। যাইহোক প্রাইমারি পর্ষদ অর্থাৎ শিক্ষামন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে তারা করজোড়ে অনুরোধ করে বলেন যে, তারা D.El.Ed প্রশিক্ষিত এবং অতি শীঘ্রই যেন তাদের নিয়োগ করা হয়।
Primary TET 2017 এর উত্তীর্ণদের জমায়েত দেখতে: এখানে ক্লিক করুন
Official Website: www.wbbpe.org