Primary TET 2017: মার্চের পর সম্ভব নয় রাজ্যে টেট, থমকে যেতে পারে ২০১৭ এর নিয়োগ, কী বললেন পর্ষদ সভাপতি

গত 10 জানুয়ারি, 2022 তথা সোমবার রাজ্যে প্রাইমারি টেট এর ফলাফল (Primary TET 2017 Result) প্রকাশ পাওয়ার পর আশার কিরণ জেগেছিলো নতুন 2017 এর Primary TET উত্তীর্ণদের মনে। তারা মনে করেছিল যে এখন অতি শীঘ্রই রাজ্যে Primary TET 2017 এর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কিন্তু বর্তমান প্রাথমিক পর্ষদ (WBBPE) তথা রাজ্য সরকারের হাবভাব দেখে ঠিক উল্টোটাই মনে হচ্ছে। বর্তমান সময়ের ওপর দাঁড়িয়ে বলা যায় যে আগামী 31 মার্চের মধ্যে রাজ্যে কোনো ভাবেই সম্ভব নয় নতুন করে টেট (Primary TET 2022) নেওয়ার।



wb primary tet 2017

Primary TET 2017 নিয়োগ 

Primary TET 2017 Result আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার সময় দেখা যায় যে রাজ্যে এবার পাশের হার খুবই কম। মোট পরীক্ষার্থীর শুধুমাত্র 5 শতাংশ এবার Primary TET 2017 এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এতো কম পাশের হার দেখে উত্তীর্ণদের মনে একটাই বিষয় ঘুরপাক খাচ্ছিলো, হয়তো এবার অতি শীঘ্রই তাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এমন ভাবাটাও স্বাভাবিক কারণ রাজ্যজুড়ে প্রায় 15 হাজারেরও ওপরে Primary School এ শিক্ষকের ঘাটতি রয়েছে এবং এই প্রাথমিক বিদ্যালয়গুলির ঘাটতি থাকা শিক্ষকের শূন্যপদের (Vacancy) হিসেব করলে দেখা যাচ্ছে শূন্যপদের তুলনায় উত্তীর্ণ তথা পাশের হার শুধু কম নয়, অনেকটাই কম। 



31 মার্চের মধ্যে কেন সম্ভব নয় Primary TET 2022

কেন্দ্র এর  NCTE এর নিয়ম মেনে রাজ্যে প্রতি বছর Primary TET হওয়ার কথা। NCTE এর গাইডলাইন এ সায় পর্যন্ত দিয়েছিলো রাজ্যের প্রাথমিক পর্ষদ তথা রাজ্য সরকার। তবে তা মানতে কতটা সক্ষম হবে তারা সেটাই দেখার বিষয়। কারণ Primary TET 2017 এর নিয়োগ প্রক্রিয়া অবশ্যই একটি দীর্ঘ প্রক্রিয়া যেখানে পাশ করার পর ইন্টারভিউ এর জন্য প্রথমে ফর্ম ফিল আপ তারপর, কাউন্সিলিং এবং শেষে নিয়োগ ইত্যাদি। এগুলো সম্পন্ন হতে পর্যাপ্ত সময় নেবে পর্ষদ এবং সেই কারণে 2017 এর Primary TET এর নিয়োগ যে মার্চের আগে হচ্ছে না এটা মোটামোটি পরিষ্কার। তাই 31 মার্চের মধ্যে রাজ্যে কোনো ভাবেই নতুন টেট নেওয়া সম্ভব নয়।

Primary TET 2017 নিয়োগ হতে দেরি কেনো? 

পর্ষদ (WBBPE) সভাপতি মানিক ভট্টাচার্য Primary TET 2017 Result প্রকাশ করার সময় সাংবাদিক বৈঠকে বলেছেন যে Primary TET এ পাশ করার সঙ্গে টেট এ নিয়োগের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ TET একটি পরীক্ষা মাত্র এবং এই পরীক্ষায় পাশ করলে উত্তীর্ণরা পরবর্তী নিয়োগের ধাপে তথা ইন্টারভিউয়ের ক্ষেত্রে আবেদনের যোগ্য। অর্থাৎ মানিকবাবুর কাছ থেকে Primary TET 2017 নিয়োগ এর পরবর্তী ধাপগুলি সম্পর্কে অর্থাৎ কবে ইন্টারভিউ কিংবা নিয়োগ সে সম্পর্কে সদর্থক কিছু পাওয়া যায়নি। অন্যদিকে Primary TET 2014 Not Included রাও চুপচাপ বসে নেই, তারা সুদীর্ঘ সময় ধরে তাদের নিয়োগের দাবিতে ঝাঁপিয়ে পড়েছে বারবার। এবার 2017 এর Primary TET এর ইন্টারভিউয়ে 2014 এর Not Included দের ডাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে এবং তারা ডাক না পেলেও নিয়ম অনুযায়ী তারা আবার ইন্টারভিউ দিতে যাবেন। অন্যদিকে 2017 এর নতুন টেট উত্তীর্ণরা নিজেদের অগ্রাধিকারের দাবি জানাবে। তাই Primary TET 2017 নিয়োগ নিয়ে সমস্যা হতে পারে। 





Official Website: www.wbbpe.org



 

Leave a comment