পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য এক বিরাট বড় সুখবর। রাজ্যে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর হতে চলেছে শিক্ষক নিয়োগ। মূলত এমনটাই জানালেন রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিধানসভায় বিশেষ প্রশ্নোত্তর পর্বে মূলত এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তার মতে আগামী কিছুদিনের মধ্যেই অতি শীঘ্রই রাজ্যে শিক্ষক নিয়োগ (WB Teacher Recruitment 2022) প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। তিনি আরও বলেন যে বেশ কিছু সমস্যার দরুন রাজ্যে থমকে গিয়েছিল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এর মধ্যে রয়েছে WB Primary TET, WBBSC ইত্যাদি এবং সমস্যার সমাধান এর পথে এখন রাজ্য সরকার।
উল্লেখ্য, রাজ্যে বেশ কিছু দিন আগেই Primary TET 2017 এর রেজাল্ট প্রকাশ করা হয়। তরপর থেকেই টেট উত্তীর্ণদের নিয়োগ নিয়ে নানান সমস্যা ও সংশয় দেখা দিতে থাকে। কবে হবে রাজ্যে টেট উত্তীর্ণদের নিয়োগ? এ নিয়ে ইতিমধ্যে সবার মনে নানান প্রশ্ন জাগতে শুরু করেছে। অন্যদিকে কবে হতে চলেছে রাজ্যে Primary TET 2022 এ নিয়েও নানান জল্পনার সৃষ্টি হয়েছে। যাইহোক রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এর কথায় অনেকটাই আশ্বস্ত হলো রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী তথা হবু শিক্ষক ও শিক্ষকেরা।
গত মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী সরাসরি জানান যে, খোদ রাজ্যের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্যের স্কুলে শূন্যপদ পূরণে আর কোনো দেরি করা যাবে না অর্থাৎ অতি শীঘ্রই রাজ্যে Primary TET 2017 এর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে নিয়োগ প্রক্রিয়াও শুরু করা হবে এবং রাজ্যে নেওয়া হবে নতুন টেট তথা Primary TET 2022 এবং সঙ্গে এও জানান হয় যে রাজ্যে খুব তাড়াতাড়ি WBSSC এর মাধ্যমে উচ্চ প্রাথমিক (Upper Primary) এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে।
ইতিমধ্যে রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ের শূন্যপদের হিসাব দেওয়ার জন্য রাজ্যের স্কুলের শিক্ষকদের জানানো হয়েছে এবং তারা এই শূন্যপদের হিসাব নিজস্ব SI Office এ দিতে শুরু করেছেন। এক বিশেষ সূত্র মরফর পাওয়া খবর অনুযায়ী রাজ্যে স্কুলের শূন্যপদ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে তাই স্পষ্টভাবে শূন্যপদের সংখ্যা বলা না গেলেও রাজ্যের সব স্কুলে সব মিলিয়ে মোটামুটি 2 লক্ষের বেশি শূন্যপদ সৃষ্টি হয়েছে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এর কথা মত রাজ্যে ভবিষ্যতে আর শূন্যপদ থাকবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে সব শূন্যপদ পূরণ করার পথে হাঁটছে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর। অন্যদিকে এক হিসাব অনুযায়ী রাজ্যে উৎসশ্রী প্রকল্পের প্রভাবে প্রায় 25 হাজারের বেশি শিক্ষক ও শিক্ষিকার বদলি হয়েছে তাই রাজ্যের বিভিন্ন স্কুলে প্রচুর সংখ্যক শূন্যপদের সৃষ্টি হয়েছে। তাই আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্যের প্রতিটি স্কুলে শূন্যপদ পূরণ করার জন্য অতি শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। রাজ্যের সব যোগ্য প্রার্থীকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। মোটামুটি উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই আগামী 2 মাসের মধ্যে রাজ্যে Primary TET 2017 উত্তীর্ণদের নিয়োগ করা হবে এবং এরই মধ্যে Primary TET 2022 এর নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হবে। সঙ্গে রাজ্যে WBSSC এর মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য এক বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষা দপ্তর।
OFFICIAL WEBSITE: PRIMARY TET / WBSSC
চাকরি ও নিয়োগ সম্পর্কিত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত থাকুন।