PSC -এর মাধ্যমে বঙ্গে 7227 শূন্যপদে নিয়োগ! ঘোষণা পরীক্ষার দিন


অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর নির্দিষ্ট করা হলো পিএসসি ক্লার্কশিপ -এর পার্ট -টু অর্থাৎ মেইন পরীক্ষার দিনক্ষণ। সঙ্গে এটিও জানিয়ে দেওয়া হলো, কবে থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড?


করোনা আবহে এদিক-ওদিক হয়ে গিয়েছে বাংলার শিক্ষা ব্যবস্থা। দীর্ঘ দিন ধরে স্কুল-কলেজ বন্ধ। এবং বিরাট পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন পরীক্ষার সময় সুচিতেও। এবং পশ্চিমবঙ্গ -এর PSC -এর নানান পরীক্ষাতেও এর প্রভাব বিশেষভাবে লক্ষণীয়।

যাইহোক আগেই সম্পন্ন হয়েছে পিএসসি এর ক্লার্কশিপ -এর প্রথম পর্বের পরীক্ষা, যেখানে পাশ করেছেন প্রায় ৬৫ হাজার পরীক্ষার্থী। এবং কত শূন্যপদে নিয়োগ করা হবে এ বিষয়ে পিএসসি অনেক আগেই এক প্রকার ঘোষণা করে দিয়েছে। বাংলায় পিএসসি এর মাধ্যমে ক্লার্ক পদে নিয়োগ করা হবে মোটামুটি 7227 প্রার্থীকে।

আজ পিএসসি -এর অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে উল্লেখ করা হয়েছে যে, মেইন পরীক্ষার দিন যেটা দেওয়া হয়েছিল আগে অর্থাৎ 6 ডিসেম্বর সেটাই থাকবে এবং সেদিন সকাল 11 টা থেকে দুপুর 12 পর্যন্ত এক ঘন্টা হবে পরীক্ষা। পরীক্ষায় মোট নম্বর থাকবে 100। আগামী 25 নভেম্বর থেকে পিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে ই -অ্যাডমিট কার্ড। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হলে অ্যাডমিট কার্ড এর সঙ্গে আরও কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তা ওই অ্যাডমিট কার্ডেই উল্লেখ করা থাকবে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক: https://wbpsc.gov.in/Download?param1=An_20201120155612_ImportantAnnouncementClerkship.pdf&param2=advertisement

অফিসিয়াল ওয়েবসাইট: https://wbpsc.gov.in/

Leave a comment