রেলওয়ে কর্পোরেশন লিমিটেড (Railway Corporation Limited Recruitment) এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। সব থেকে বড় কথা হলো, এখানে যেকোনো প্রান্ত থেকে আবেদন জানাতে পারেন এবং কর্মীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে।
নিয়োগকারী সংস্থা: কেন্দ্র সরকার তথা ভারত সরকারের তত্ত্বাবধানে রেলওয়ে কর্পোরেশন লিমিটেডে নেওয়া হচ্ছে কর্মী।
পদের নাম: একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,
1. Sr. Design Engineer
2. Sr. Project Engineer /Inspection
3. Design Engineer
4. Sr. Technical Assistant
5. Project Engineer
6. Draughtsman
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি কিংবা সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 45 বছর। এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: পদ অনুযায়ী বেতনক্রম ভিন্ন। সেক্ষেত্রে সর্বনিম্ন লেভেলের পদের ক্ষেত্রে মাসিক বেতন 35,400/- টাকা থেকে শুরু হচ্ছে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের নিয়ে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদন পদ্ধতি: সরাসরি ইন্টারভিউ (Walk-In-Interview) এর জন্য আবেদন করুন। নিচে দেওয়া লিংক থেকে বায়ো ডেটা তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।
নিজের যাবতীয় তথ্য দিয়ে এটি পূরণ করে ফেলুন। পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে নিজের একটি সিগনেচার করুন।
সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা একেবারে ইন্টারভিউ এর দিন ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে গিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ: আগামী 18/12/2023 তারিখ থেকে 01/01/2024 তারিখ পর্যন্ত ইন্টারভিউ সংঘটিত হচ্ছে।
Important Links
Official Notification/ Application Format | Click Here |
Official Website | Click Here |