রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে অ্যাসিস্ট্যান্ট তথা সহায়ক পদে কর্মী নিয়োগ (RBI Assistant Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। দেশের অন্যতম বিখ্যাত ও স্বনামধন্য ব্যাংকের তরফে অসংখ্য শূন্যপদে নেওয়া হবে কর্মী যেখানে যেকোনো প্রান্ত থেকে প্রার্থীরা আবেদন জানাতে পারেন। আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকেন এবং ব্যাংকের চাকরিতে আগ্রহী হন, বিশেষ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মতো এমন একটি দুর্দান্ত ব্যাংকের চাকরিতে তবে আর দেরি না করে এখনি জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি।

নিয়োগকারী সংস্থা: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) তথা RBI এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদ – সহায়ক (Assistant)
মোট শূন্যপদ: আপাতত সব মিলিয়ে 450 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদের হিসাব হলো,
- SC – 45
- ST – 56
- OBC – 71
- EWS – 37
- General – 241
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 20 বছর। সর্বোচ্চ 28 বছর বয়সের প্রার্থীরা আবেদনযোগ্য।
রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছর এর ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 47,849/- টাকা।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। নিচে বিস্তারিত আবেদন পদ্ধতি আলোচনা করা হলো।
1. সবার প্রথমে নিম্নে প্রদত্ত IBPS এর অফিসিয়াল অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।
2. নতুন আবেদনকারী হলে Click Here For New Registration -এ ক্লিক করে আগে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
3. অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে নিজের পুরো নাম, বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডির প্রয়োজন পড়বে, এগুলি দেবেন।
4. রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষে প্রাপ্ত Registration Number এবং Password দিয়ে লগইন করুন এবং আরো কিছু তথ্য দিন।
5. এক্ষেত্রে নিজের জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।
6. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে মূলত যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড
3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যেমন, মার্কশিট কিংবা সার্টিফিকেট
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
আবেদনের সময়সীমা: আগামী 04 অক্টোবর, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদন এর লিঙ্ক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Apply Online | Click Here |
Official Website | Click Here |