স্টীল অথরিটি কোম্পানির তরফে একই সঙ্গে অসংখ্য শূন্যপদে নিয়োগ (SAIL Job Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো চাকরির খোঁজে থেকে থাকেন এবং স্টীল অথরিটি কোম্পানির মতো বিখ্যাত জায়গায় চাকরি করতে চান তবে একদম সঠিক জায়গায় এসেছেন। বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হয়েছে।
নিয়োগকারী সংস্থা: স্টীল অথরিটি কোম্পানি তথা Steel Authority of India Limited (SAIL) এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি।
পদের নাম: প্রার্থীদের মূলত ম্যানেজমেন্ট ট্রেনী পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে। সেক্ষেত্রে একই সঙ্গে বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে। যেমন,
1. Instrumentation Engineering
2. Mechanical Engineering
3. Chemical Engineering
4. Metallurgy Engineering
5. Mining Engineering
6. Civil Engineering
7. Electrical Engineering
মোট শূন্যপদ: উপরের বিভিন্ন ক্ষেত্রগুলোতে সব মিলিয়ে 92 টি শূন্যপদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: 18 থেকে 28 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য। OBC প্রার্থীদের বয়সে 3 বছরের এবং SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: মাসিক উচ্চ হারে বেতন প্রদান করা হবে। সেক্ষেত্রে নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 50,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে নিম্নলিখিত ধাপে আবেদন জানাতে পারবেন।
1. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করে নিতে হবে।
2. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে হবে।
3. নিজের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতার ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
4. গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: আগামী 31 ডিসেম্বর, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে যাবতীয় লিংক দেওয়া হয়েছে।
Important Links
Official Notification | Click Here |
Official website | Click Here |
Apply Online | Click Here |